Wednesday, April 24, 2013

নাড়ির টানে - শেষবার - ১

                   নাড়ির টানে - শেষবার - ১
               (মাইকেল মধুসূদন দত্তের পূণ্য-স্মৃতির উদ্দেশ্যে)

কাঠবাদাম গাছটার নীচে বড় ত্রিপল
টানিয়ে শুয়ে আছি। আমার জন্মভূমি
কতোকাল দেখি না - কেমন আছো তুমি?
এসেছি শেষবার, বহু দূর বহু নদী জল
পথ পার হয়ে পেতে জন্মের ফলাফল!
হে মাতা, হে মাটি, তোমার চরণ চুমি-
শত অপরাধ মোর, দিয়েছো কি ক্ষমি?
জানি দেবী - দিবে না তো দু:খের হলাহল!

কিন্তু কারা ওই ধর্মের বিভাজন টানে?
বিধর্মী, নাস্তিক বলে শুধুই আমার বুকে-
কোপ, ঘৃণা আর বর্বরতার শেল হানে!
রক্তের আত্মীয় বলি তাদের - কোন মুকে?
জন্মের নাড়িপোতা ঐ তুলসীগাছটিও জানে-
তা ছুঁতে না পেরে মধু মরে যাচ্ছে ধুকে!