Wednesday, December 10, 2014

'এক', 'দুই', ... আর তুই ! - ১

'এক', 'দুই', ... আর তুই ! - ১ 
----------------------------------- 
'এক'-এর সঙ্গে 'এক' মিশে যায়, 
'দুই'-এর সঙ্গে 'দুই'; 
সঙ্গে থাকার কথা দিয়ে - রাখলি না তো তুই! 

'তিন'-এর মধ্যে 'তিন' ঢুকে যায়,
'চার'-এর মধ্যে 'চার'; 
জীবন-বাজী খেলতে গিয়ে - 
খাচ্ছি শুধু মা'র! 

'পাঁচ'-এর পাশে 'পাঁচ' বসে যায়, 
'ছয়'-এর পাশে 'ছয়'; 
তোর সঙ্গে আবার কথা - 
এই জীবনে নয়! 

'সাত'-এর সুরে 'সাত' উড়ে যায়, 
'আট'-এর সুরে 'আট'; 
হারিয়ে তোকে ঘুরছি আমি - 
শুধুই মাঠ আর ঘাট! 

'নয়'-এর নায়ে 'নয়' চড়ে যায়, 
'দশ'-এর দশায় 'দশ'; 
হারানো জীবন ছিলাম আমি - 
তোর কথাতেই বশ! 

এক পাগলীকে - ১

পাগলী, তোমাকে নিয়ে কি কিছু মুগ্ধ তীব্র সময় -
এই ধরো, মাঝে সাঝে কিছু কিছু ক্ষণ ? -
-- কাটানো যাবে, আরো কিছু যাপনের আগামী জীবন ?? ...
(প্রেরণা: "পাগলী, তোমার সঙ্গে…" – জয় গোস্বামী এবং কোন এক "পাগলী" স্মরণে ...)

(৯ই ডিসেম্বর, ২০১৪)

অহং ও ঈর্ষা - ১

অহং ও ঈর্ষা - ১
-------------------
হায়রে অহং!
হায়রে ঈর্ষায় কাতর মন!
তুই কতো কিছু করবি ভেবে ভেবে
কিন্তু কিছুই আজতক না করে -
অন্য কারো কতো কিছু করা দেখে-
ঈর্ষা আর হতাশায় কাটিয়ে দিলি বুঝি-
এই নিরর্থক শূন্য জীবন!!


(৬ই ডিসেম্বর, ২০১৪)

Light Beckons - 1

Light Beckons - 1

... And there shall be light!
After all the sadness and darkness!
The face of Human race will be bright!
Beyond the Doom's day and all madness!! ...

(3rd December, 2014)
 

Adieu! the Painter! - 1

Adieu! the Painter! - 1
(In memory of the great painter Prof. Quaiyum Chowdhury)

You painted Love, Life, Music and Bangladesh all your Lifelong...!
The Music, the great grand magical potion...
That you drank until your last breath...!
The Show must go on...
As you always believed in Life and Motion....!
Sir, you made a great grand musical exit...
Amidst thousands of fellow countrymen...
Amidst passionate Music Lovers like you ...
Spending sleepless nights ignoring physical boundaries...
Only to drink the magical music potion to transcend to other Lives...!

Only a real hero, a real maestro,
Such an exit... thus perform...!
Adieu dear Sir! Adieu to you!
May you live happy in the other lives...
Forever with all the grand music...!
But here, we will miss you forever...!

(1st December, 2014)

Cheer-Leader's Rhyme - 1

Cheer-Leader's Rhyme - 1

Nip, nip, nip in the bud -
Your worries!
Grip, grip, grip in your heart -
Your glories!
Share, share, share to inspire -
Your stories!
Flare, flare, flare up in the sky -
With your 'fairies'!
Dare, dare, dare to dream high -
With your queries!
Grow, grow, grow up you - Kid!
Defeating the 'wild berries'!


(22nd November, 2014)

মৃতবৎসা কবি ও কবিতারা - ১

মৃতবৎসা কবি ও কবিতারা - ১
----------------------------------
বোবা শব্দগুলো বার বার দরজায় এসে
ফিরে ফিরে যায়-
কি জানি কেমন জামা কাপড় পরা হলো,
চুলগুলো ঠিকঠাক বাঁধা হলো কিনা,
মুখের প্রসাধন, চোখের চাহন, বুকের বাঁধন আরও নানা সাতকাহন
সময়ের সাথে ঠিক ঠাক গেলো কিনা - এই চিন্তায়
আমার বোবা শব্দেরা, কতো কতো অধরা 'কবিতা'-রা
হারায় কীর্তিনাশা সময়ের অনন্ত স্রোতে!

ভিতরের যেই যেই কথাগুলো বলি বলি করে
আর বলা হলো না, সেই সেই কথাগুলো
যদি পই পই করে একদিন সারাদিন জলের কল ছেড়ে দেয়া
অবিরাম ধারার মতো বের হয়ে যেতো -
যদি আকাশ থেকে মেঘের প্রপাত নেমে আসতো
যদি পূর্ণিমার রাতে ধেয়ে যাওয়া মায়াবী ঘাই হরিণীদের
দল নেমে আসতো আমার অবিনাশী শব্দমালায়!
আশৈশব গুরু মধুসূদন কি আদৌ প্রসন্ন হবেন
এমন কম মেধাবী, অল্প পরিশ্রমী শব্দ-শ্রমিকের প্রতি?
বাঙালীর প্রাণের ঠাকুর কি ঠাট্টায় হো হো হেসে উঠবেন?
শুদ্ধ কবিতার শুদ্ধতম কবি জীবনানন্দ? আল মাহমুদ?
আরো আরো নানা গুরু কবি গুণীজন, মহাজন - অতীত ও বর্তমান?
তবে কি কথা ঠিক ঠিক বলা হলো কি হলো না
এই ভাবনা পাশে রেখে শুধু বলে বলে চলে যাওয়া?
লেখা হলো কি হলো না এই বিষম চিন্তায় নির্ঘুম না
থেকে শুধু লিখে লিখে চলে চলে যাওয়া?
... ... ...

টাগলু - ১

টাগলু - ১
======
মোটা মুটি
প্রতি দিন
খেয়ে যাই -
টক দই -
ইগলু --
ভয়ে আছি,
ভয় পাই -
কখন না
হয়ে যাই --
মোটা সোটা
ব্যাটা এক -
"টাগলু" ! ... :) ...
(৪ঠা নভেম্বর, ২০১৪)


Full Moon - 2

Ah! The mischievous Full Moon!
Are the layered clouds hiding you...?
Or, are You the one - playing hide & seek ...
In this cool breeze Autumn Sky ...
In this tropical trouble-trodden City of Joy & Melancholy...??
Do you know why do you exist...?
To make the lovers more frantic...?
To make the worshippers more fanatic...??
To make the poets more 'Lunatic'...???
How little I feel under your unbounded moonshine...!
How puzzled I am in these captive mazes...!!
How disgruntled I am with all these 'Systems'...!!!
Full Moon! Full Moon!!
Without being my political goon,
Will you tell me why should I exist...?

(9th August, 2014 at Chandrima Udyan, Sangsad Bhaban, Dhaka)

Adieu! Matin Sir! - 1

Adieu...dear Matin Sir......
You were my most favorite BUET teacher....!!!
I will miss you forever......
I could not do anything for you sir......
You had high hopes about me...Sir...
Which I couldn't realize...
People often jeered at you at your fables & fantasies......
I, like a child, wanted to believe that...
Your imaginations come true...
And I truly were a new Tipu Sultan of my Time...!!!
Rest in peace in High Heavens, Sir...!!!
For people, as pure as you, are becoming rarer these days...
You once told us in the class with a lot of frustrations:
Either you have to be mad or corrupt to survive in this rotten society...!!!
You chose to be Mad, NOT a corrupt...!!!
Salute You, Sir...I Salute....!!!

(17th July, 2014)

Lonely Life - 1

I wake up early...
In the morning sun: I beam...,
I fly high...
In the far away sky: I dream...!
I rinse in water...
In the cleansing process: I trim...,
I reflect on memories...
In my lonely melancholy: do I scream...??

(28th June, 2014, Back to Dhaka from BARD)

এই যে মাটি, এই যে জল - ১

এই যে মাটি, এই যে জল - ১
(খসড়া...?)

এই যে মাটি, এই যে কাদা, এই যে জল!
তোরা কে কেমন আছিস ভাই, বল!
এই যে সোনা হাসের ছানা,
এই যে তিরতির জল-ভরা-পুকুর,
এই যে তিতির, এই যে পাখি,
এই যে মেঘ, এই যে বাদল!
ঠিক ঠিক আছিস কিনা - বল দেখি ভাই, বল!
এই যে ঝুম বৃষ্টি, এই যে কল কল জলের ধারা,
এই যে মাঠ, এই যে প্লাবন,
এই যে আকাশ, এই যে শ্রাবণ!
বল দেখি ভাই - এই যুগের আগে,
তোরা কে ছিলি কোন, কেমন কেমন ?
ভাসিয়ে নিতি কি শ্যামের মতোন...?
পেতাম কিনা ওই রাধার যতন...?
......
......
......
......
এই যে মাটি, এই যে কাদা, এই যে জল!
আমি কোন নিরুদ্দেশে যেদিন যাবো চলে-
আমাকে মনে কি পড়বে তোদের বল ???

(অসমাপ্ত .... এই জীবনের মতোই...) ...
(বার্ড, কুমিল্লা, ২২শে জুন, ২০১৪)
 

Power of Love - 1

Love, I fall when you don't call...!
Love, I rise with the morning sun,
When you call, you smile to spread sunshine...!
Love, Forget me not! Forlorn me not!
Love, for I'm caught in this loveless loop for centuries...!

Love, in deep deep down I fall...,
When you shy away, when you shut me off...!
Love, to up up to that Everest I rise,
If you beckon, if you yell, if you desire, if you call...!!!

(22nd June, 2014)

#‎ShGoRaDa‬ - 1

You, the latest new flame---
Come & burn my flesh into ashes!
Who needs so much flesh,
When the soul is set so free!
Come to me with your fire & softly touch me--
So that the new body & bones,
Grow from my burnt ashes --
Like the proverbial Phoenix flying with its great wings & greater glee!

Who cares about the rumors & scandals --??
That the world will pour on us,
Especially on me...!!
When you come with great wings;
To take me out from the lonely cage & set me free...!!!


#‎ShGoRaDa‬
(17th May, 2014)

অমৃতা শেরগিল - ১

দেহ তো হারায়ে যাবে একদিন -
কিন্তু ফুরাবেনা এই বুঝদিল, দিল;
ছবিদের কবিদের যুগ যুগ,
প্রেরণা যুগিয়ে যাবে অমৃতা শেরগিল।

(৩০শে জানুয়ারী, ২০১৪ ??)

অঙ্গ বিহঙ্গ হয়ে ... - ১

"রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর,
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।
হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে,
পরাণ- পিরীতি লাগি থির নাহি বান্ধে।"
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর-
প্রতিরাত ভেবে ভেবে এক একটি ভোর
আসে! একটি অঙ্গ বিহঙ্গ হয়ে ভাসে-
আকুলি বিকুলি করে সারাটা সময়!
আর কেবলই যেতে চায়, কাছে তোর!
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর!

(৪ঠা নভেম্বর, ২০১৩)

Friday, May 23, 2014

ঘোর মাৎস্য-ন্যায় - ১

ঘোর মাৎস্য-ন্যায় - ১

হায়রে বেসম্ভব কলিকাল,
ঘোর আন্ধার চাইরদিক -
বেবাকের চোখে-মুখে
দেখি কাল-রাইতের-আন্ধার !

শীতলক্ষ্যা ভাইসা ওঠে লখিন্দরের লাশে লাশে -

ধিক্ তোরে, জননী, জন্মভূমি!
যে তোরে 'শোয়াইতে' পারে -
সে-ই বুঝি 'সোয়ামী' তোমার !!


Tuesday, May 13, 2014

Come after the Storm - 1

Come after the Storm - 1
=================

The vivacious storm stopped
All of a sudden!
As if the Life, a dew-drop on a grass-leaf
Just dropped!
As if the great Vivaldi just finished playing
His Storm in Violin in great vigor!

But ...
Yet another wonderful Life
Suddenly blossomed...
The great evening Twilight
With wonderful hue of Gold - so bright!
That also quickly changed shades,
Into shadows of darkness, into fades!

It's a wonderful weather
Out there ... dear
Let's hold our hands light
And roam for a while together...!

Tuesday, May 6, 2014

A Lily for the Silly - 1

A Lily for the Silly - 1
(from another Silly...;-)

Look!
How the World...
Behaves...
So Silly...
Shows so much
Empathy...!
Or Apathy...??

To the "Sillies"...
To the "Ashiquis"...
Dying to Love
Each other...
No matter, whether
They conform...
To the social Norms...!

One Dies so to ...
Let live the Other...!
So silly acts...
In all facts...
Yet...
Is there...
An eternal Lily...
Blossoming somewhere...
For the Silly...?
For the passionate perpetual Lover...??

Tuesday, April 22, 2014

হৃদয় :: চিনি-নুন - দুটোতেই ক্ষয় - ১

হৃদয় :: চিনি-নুন - দুটোতেই ক্ষয় - ১

ছেলে গুলো নুন, মেয়ে গুলো চিনি;
ছেলে রাগে ঝাল, মেয়ে মানে টক!
বুড়া গুলা ঝাঁঝ, বুড়ি কাটে বিনি;
বুড়া ঝাল ঝাড়ে, বুড়ি বক বক!

দেহ কাঁপে নুনে, চিনি নেশা আনে;
হৃদে মেদ জমে, আয়ু যায় ক্ষয়ে!
চিনি-নুনে মিলে কান ধরে টানে;
দেহ চলে গেলে কার যায় ব'য়ে?

কতো গুণী জন কতো কথা বলে;
নুনে বাড়ে চাপ, চিনি ভালো নয়!
দেহ ভারী হয়, মন তবু চলে;
মোহে দ্রোহে বুঝি জীবনেরই জয়?

দেখা যেতে পারে কতো দিন চলে;
নানা মতে পথে, নানা কিছু শেখা!
জয় পরাজয়, ছলে কৌশলে--
হৃদয়েরই গান, কবে হবে লেখা?

Friday, April 11, 2014

The Music - The Life -- 1

The Music - The Life -- 1
=======================
(On Watching Ashiqui2)

A Musician, a Drunkard
Losing track to go forward
Dared to drink life and music
To its full brim!
Discovered musical gem in someone -
Who was denied by everyone else
To give a chance proving her musical prowess!

Music - such an art!
All elusive tacts - at times covert!
The perilous passion with daring dedication,
The prudent practice with daily discipline-
Life long rituals for all Musicians!
Art for Life sake? Or Life for Art?
When is it obvious? When so covert?

Cutting across all 'romantic hooplas',
And the Bolywood stereotypes --
With serendipity, mishaps, hoodlums
And all social stigmas, love, joy and deep sorrows,
The Success, the Jubilations,
The Failure, the Frustrations,
Ends the Musical with many superb songs!
The Moral of the story prevails -
That Life may end, but Passion survives!
That Musician may die, but Music never ends!
That the spirit of music transcends through successors!

Sunday, March 16, 2014

কবি - বাউন্ডুলে একজন - ১

কবি - বাউন্ডুলে একজন - ১
১৪ই মার্চ, ২০১৪, বিকাল ৪:৩০; সোবহানবাগ, ঢাকা

সেদিন পথে দেখা গেলো, বাউন্ডুলো এক কবি,
কিছুই নেই তার, এজীবনে খুইয়েছে প্রায় সব-ই!
জীবনও তাকে ফেলে চলে গেছে বহু বহু দূর,
অর্ধেক জীবন পার হয়ে যায়, এখনো সে খুঁজে মরে সুর!
সুর, ছন্দ, শব্দ ও ছবিরা - অধরা থেকে যেন কবিরে ভোগায়-
রোগ, শোক, অর্থ ও বিত্ত - তারাও নিত্য দাগা দিয়ে যায়!

তবু ব্যাটা কবি রসে ভরপুর, চোখ টিপে টিপে বলে হুড়মুড় -
"আমার নিজের বউ তো নাই, তাই অন্যের বউয়ে নিরলে তাকাই!
তবে মুশকিল হলো এই - সুন্দরীরা সব বাস করে ষন্ডা লোকের সাথেই!
পাছে বিরলে ঠ্যাঙ্গানি খেতে হয় - তাই বই ও কবিতার নানা বাহানায়
সুন্দরী সঙ্গ সামলে নেই! -- অমর কবিতা না হয় এজীবনে
আর পাওয়া না গেলো - অন্ত:ত কিছু সুর ও সুন্দরী সঙ্গে
আরাধ্য কৃষ্ণ-জীবন কিছুটা তো সার্থক হলো!"
... ... ...
... ... ...
... ... ...
নানা গল্পে এভাবে বেলা কেটে যায় - সন্ধ্যা গাঢ়তর হয়!
... ... ...
রাত বাড়তেই গৃহী নানা জন যার যার ঘরে সংসারে ফিরে যায়-
আর বে-ঘর বাউন্ডুলে কবি আজ রাতে থাকবে কোথায় ভেবে ডুবে যায় চিন্তায়!