Tuesday, April 22, 2014

হৃদয় :: চিনি-নুন - দুটোতেই ক্ষয় - ১

হৃদয় :: চিনি-নুন - দুটোতেই ক্ষয় - ১

ছেলে গুলো নুন, মেয়ে গুলো চিনি;
ছেলে রাগে ঝাল, মেয়ে মানে টক!
বুড়া গুলা ঝাঁঝ, বুড়ি কাটে বিনি;
বুড়া ঝাল ঝাড়ে, বুড়ি বক বক!

দেহ কাঁপে নুনে, চিনি নেশা আনে;
হৃদে মেদ জমে, আয়ু যায় ক্ষয়ে!
চিনি-নুনে মিলে কান ধরে টানে;
দেহ চলে গেলে কার যায় ব'য়ে?

কতো গুণী জন কতো কথা বলে;
নুনে বাড়ে চাপ, চিনি ভালো নয়!
দেহ ভারী হয়, মন তবু চলে;
মোহে দ্রোহে বুঝি জীবনেরই জয়?

দেখা যেতে পারে কতো দিন চলে;
নানা মতে পথে, নানা কিছু শেখা!
জয় পরাজয়, ছলে কৌশলে--
হৃদয়েরই গান, কবে হবে লেখা?

No comments: