Monday, December 19, 2016

দ্বৈরথ - কতো পথ ...-১ ?

দ্বৈরথ - কতো পথ ...-১ ?

দ্বৈরথে দ্বৈরথে আর কতো পথ
পাড়ি দিতে হবে -
নিস্তরঙ্গ ভাঙ্গা-চোরা আটপোড়া এই জীবনের ?
তোমার সাথে আমার প্রায় নিত্যদিনের
নানা নিমিত্তে আয়োজন করা দ্বৈরথ -
ভাঙ্গা রেকর্ডের পুরানো কোন গান!
বিষাদের নীল রঙ সানাইয়ের শব্দে
ভরে দেন একজন বিসমিল্লাহ খান!

সেই কালে অতি তীব্র বিস্রস্ত যাপিত জীবনে
এমনিই কি হয়েছিল সেই তার সাথে - তাহাদের সাথে?
শ্রদ্ধা, বিশ্বাস আর সহমর্মিতার টানাটানি - ?
অন্ধ-অধিকারের সীমানা নিয়ে অনর্থ হানাহানি - ?

আমাতেই তবে সব দ‌োষের আধার?
দশে বুঝি দশদিকে তাই বলে যায়?
দশে শূণ্য বুঝি পড়ে থাকে আমার খাতায়?

কি আমার তবে করে যাওয়া ভালো?
দর্পণে নিজেকেই দ্বৈরথে টানি -
আর্শির রথটাকে টেনে ছিঁড়ে ফেলি -
নিরন্তর নিজেকেই রক্তাত্ত করি -
আত্ম-দ্বৈরথের অগস্ত্য যাত্রায় ...

Sunday, November 13, 2016

Can you hear the ticks --- 1 ?

Can you hear the ticks --- 1 ?

For many many months & years ---
I keep hearing these ticking sounds !
Dull but poignant in the background-
The penultimate clock ticks...
Of many Time Bombs -
Planted all around me ... !

Is it only - Me ?
Or - You too ?
Or S/he ? They..??
And ALL of Us ...???

Are we really listening ...?
The cringed cries of the Humans... ?
That we are letting to get diminished
Day by day - everyday ...
To the vanishing point !
The Master Planners', the Powerful Architects'
Perspectives of the Future...
That they are designing for us...!!!

Are we really listening ...?
The silent sobs of the Rivers... ?
... The Hills ? ...The Forests...?
That we ALL are killing together ...!!!

The Time Bombs to explode 
In not so distant future ...
Those we planted ourselves ...
All around us ...
The alarm clocks have already 
Started ticking ...
Time and Nature will take toll on us... Soon... !

Can you hear the penultimate ticks ...?
Or is it just the stupid paranoid me ...?
And may be a very few some of us ...???

Saturday, November 12, 2016

বীর, কবে হবো আবার - ১ ?

বীর, কবে হবো আবার - ১ ?

কতো কথা - কতো প্রতিবাদ
জমা হয় - আবার খারিজ হয় প্রতিবার -
আকাশের কতো রঙ -
কতো মেঘ এসে এঁকে দিয়ে যায় !
বাতাসের - বয়সের কতো বেগ -
এসে ভাসায় বেলা-অবেলায় --- !
ভীরুতার কতো রূপ -
চেয়ে দেখি নিজেরই প্রত্যক্ষ ছায়ায় ---!!

কোন কথা বলি না তো - আর --- !!!

কে আবার কোনদিকে রেগেমেগে লাল হয়ে যায় ...!
কে আর পড়তে চায় বলো -
পরাক্রমশালী ক্রোধান্ধ বাঘের থাবায় --- ?

কতো ঊনজন, হীনজন মলিনতর
হতে হতে বিলীন হয়ে গেলো - এই বাংলায় ...!
কতো মূর্তি-মন্দির-"মালাউন"(?)-সাঁওতাল ভেঙ্গেচুরে
একাকার নি:শেষ হয়ে গেলো ---!!
আমার কি এসে গেলো তাতে --- ???

বিবেক কি (চিরায়ত যাত্রার মতো) এসে -
কিছু বলে গেলো কানে --- ?
ইতিহাস কি মনে করালো কিছু -
তার তার-ছেঁড়া-ভাঙ্গা-রেকর্ডের গানে --??


ভীরু আমি, কাপুরুষ আমি -
ভয়ে মরি আমি - প্রতিদিন প্রতিবার -
প্রকৃত বীর আমি কতোদিন দেখি নাই ---
কবে তবে হবো সেই বীর ---
আমিও আবার --- ???


Tuesday, October 25, 2016

To hell with me --- 1

To hell with me --- 1
----------------------
To hell with me...!
Why do I see things -
Which others often don't see...!

To hell with me...!
Why are the Apsaras all around...?
While I'm yet not in Heaven...
Still remaining on this Earthly Ground...!
Why do I see them...?
While others don't see...!

To hell with me...!
Why do I feel heavily chained...?
Maimed, Gagged, Numbed, and Pained...!
While others rejoice, all energies drained...!
Why do I see things...?
Which I ought not to see...!!

To hell with me...!
Why do my eyes move around...?
The insatiable heart loses its ground...!!
Frees the chained body, frees the Mind...l
While others procreate happily being wed...
Why do all colors come to me in Red...?.

To hell with me ...!
Why do I ignore the Hells and the Heavens ...?
Bosoms and structures in twenty-sevens ...?
Lures me still - like the lunatics ...?
A'int I scared of all the fanatics ...?
Shining their knives and swords of sorts...!
Citing Holy Scriptures in their own concocts ...!

To hell with me...To hell with me...!
Why do I see things...?
Which I ought not to see...!!!

Tuesday, August 2, 2016

যদি নষ্ট হয়ে যাই - ১

যদি নষ্ট হয়ে যাই - ১

(ঢাকা, বুধবার, ০৩ অাগস্ট ২০১৬, ১৯ শ্রাবণ ১৪২৩, ২৮ শাওয়াল ১৪৩৭)

তুমি বলেছিলে একান্ত বিকেলে, ঘনিষ্ঠ সন্ধ্যায়, তুমুল রাত্রিতে -
খোলা সম্পর্কের কথা - এতো মেলা - খোলামেলা খোলামেলা -
ব'লো না তো এতো -
বার বার - নানা বেলা অবেলায় -
পাছে ভয় হয় - যদি নষ্ট হয়ে যাই !

পচন কি তবে খোলাতেই ধরে ?
বদ্ধ পাত্রে তবে নেশার গাজন কেন হয়ে আসে কাল-আবহমান ?
খোলা কথা, খোলা উপাত্ত, খোলা তথ্যে কেন কাঁপে সমস্ত শক্তিমান ?

কিসে তবে নষ্ট হয় মানুষ ?
খোলাতে ? নাকি বদ্ধতায় ?
বহমান নদীতে ? নাকি আবদ্ধ জলায় ?
কাকে তুমি তবে নষ্ট হওয়া বলো ?
এই ধরো - আমি সময় বেচতে গিয়ে ক্রেতাদের কাছে -
তাদেরই একান্ত আবদারে মাথাটাও কিছুটা বেচে দিয়ে এলাম -
তবে কি আমিও কিছুটা নষ্ট হয়ে গেলাম ?

ধরো - শরীরে শরীর চাইলো - বেচে দিলাম !
ধরো - হৃদয়ে হৃদয়ে চাইলো - বেচে দিলাম !
ধরো - আত্মায় আত্মা চাইলো - বেচে দিলাম !
ধরো - সম্পূর্ণ মূল্যে নিজেকে বেচে -
হলাম বিশুদ্ধ কেনা গোলাম!!

কিংবা ধরো - আমার মহামান্য ক্রেতারা
তাদের অঢেল ধন-সম্পদ, হীরা-জহরত,
টাকা-পয়সায়, ডলারে-রুপিতে ---
শরীর চাইলো - বেচে দিলাম !
হৃদয় চাইলো - বেচে দিলাম !
আত্মা চাইলো - বেচে দিলাম !
এইমতো বাস্তব সম্পূর্ণ মূল্যে নিজেকে বেচে -
হলাম বিশুদ্ধ কেনা গোলাম!!

কিভাবে তবে এই আমিটা কিছুটা বেশিটা নষ্ট হয়ে গেলাম ??