Monday, December 19, 2016

দ্বৈরথ - কতো পথ ...-১ ?

দ্বৈরথ - কতো পথ ...-১ ?

দ্বৈরথে দ্বৈরথে আর কতো পথ
পাড়ি দিতে হবে -
নিস্তরঙ্গ ভাঙ্গা-চোরা আটপোড়া এই জীবনের ?
তোমার সাথে আমার প্রায় নিত্যদিনের
নানা নিমিত্তে আয়োজন করা দ্বৈরথ -
ভাঙ্গা রেকর্ডের পুরানো কোন গান!
বিষাদের নীল রঙ সানাইয়ের শব্দে
ভরে দেন একজন বিসমিল্লাহ খান!

সেই কালে অতি তীব্র বিস্রস্ত যাপিত জীবনে
এমনিই কি হয়েছিল সেই তার সাথে - তাহাদের সাথে?
শ্রদ্ধা, বিশ্বাস আর সহমর্মিতার টানাটানি - ?
অন্ধ-অধিকারের সীমানা নিয়ে অনর্থ হানাহানি - ?

আমাতেই তবে সব দ‌োষের আধার?
দশে বুঝি দশদিকে তাই বলে যায়?
দশে শূণ্য বুঝি পড়ে থাকে আমার খাতায়?

কি আমার তবে করে যাওয়া ভালো?
দর্পণে নিজেকেই দ্বৈরথে টানি -
আর্শির রথটাকে টেনে ছিঁড়ে ফেলি -
নিরন্তর নিজেকেই রক্তাত্ত করি -
আত্ম-দ্বৈরথের অগস্ত্য যাত্রায় ...

No comments: