Thursday, September 26, 2013

নশ্বরতার যাদু - অবিনশ্বর ...? - ১

নশ্বরতার যাদু - অবিনশ্বর ...? - ১

অবিনশ্বরে আস্থা হত হতে হতে -
নশ্বর প্রতিটি মুহূর্তের মায়ায় ডুবে যেতে চাই!
ছন্দ-সুর-সুধা-সঙ্গীতের যাদু নিয়ে বসে আছো-
তুমি অতি নশ্বর কিছু মুহূর্তের জন্য যে ছন্দ-সুন্দরী-
তোমাতে শুধু আকন্ঠ নয়, ওষ্ঠ সহ ডুবে যেতে চাই!

অতি নশ্বর কিছু প্রশ্বাসের উত্থানে ও পতনে -
তোমার উপত্যকায় যে ঢেউ খেলে যায় -
তাকে কি ছোঁয়া যায় এই নশ্বর দেহ মন নিয়ে?
বুকের গনগনে আগুনকে উস্কে দেয়া তোমার হাপর-হাওয়া-
আটকাবো কিভাবে বলো এই নশ্বর দেহ মন নিয়ে?

কামারের নেহাই নিয়েও হোক - তোমার দোহাই!
গড়ে-পিটে নাও এই দেহ-মন - শুধু এই দু-দন্ড প্রয়োজনে!
অবিনশ্বরে কোনদিন হবে কি হবে না আমার ঠাঁই-
শুধু কি এই চিন্তায় ঘুমে-জাগরনে স্মরণে-বিস্মরণে কেটে গেল কাল?
আজ এই সকালে - তুমি এসে, নশ্বর মুহূর্তে মিশে - আমাকে দাও রেহাই!




রচনা: ঢাকা, ২৭শে সেপ্টেম্বর, ২০১৩
সকাল ১১টা