Friday, October 27, 2017

দীপনপুর - আলোর সুর - ১

দীপনপুর, দীপনপুর
যাচ্ছে দূর, যাবেই দূর---
বুকের মাঝে, আলোর সুর
কাঁদছে বিষাদ, করুণ সুর।

একটি মেয়ের, নুপুর নোলক
থেমেই গেলো, খুশির ঝলক।
দুইটি শিশুর, পিতার ছায়া
কাঁদছে কেবল, করুণ মায়া--
জ্যান্ত পিতার, ক্ষান্তি কোথায়?
জ্যান্ত মাতা, জ্যান্ত কোথায়?

দীপন আলো, কে নিভালো?
কাদের মনে, নিকষ কালো?
কাদের প্রাণে, বিষের ফণা?
তারা কারা -  যাচ্ছে চেনা?
মতের সাথে, মিল না হলে
ফেলবে কেটে, যা তা বলে?

তোমার কথা, তুমি বলো
সঙ্গে আমার, নাইবা চলো।
তুমি লিখো, তোমার কথা-
আমি জানাই, আমার ব্যথা।
লেখায় লেখায়, কথা হবে-
তর্ক হবে, যুক্তি র'বে।।

কোনটা মিঠা, কোনটা যে টক--
বই পড়েই তো, বলবে পাঠক।
বই যে ছাপায়, তার কেন দায়--?
-- বইয়ের পাতায়, যা লিখা হয়!
মানছি আমি, তারই সহায়--
নতুন লেখক, পাঠক যে পায়!
কিন্তু সে তো, 'ভিশন' ভালো--
বই দিয়ে দূর, মনের কালো।

বই না হলে, তিমির যে রাত--
পেরিয়ে মানুষ - পেতো প্রভাত?
" একটি আলোর কণা ফেলে
লক্ষ প্রদীপ জ্বলে-
একটি মানুষ, মানুষ হলে
বিশ্ব জগৎ টলে।।" ---
প্রাণের কবির, এমন কথা -
বই না হলে, পেতাম কোথা?
বই পড়েই তো, মানুষ - মানুষ!
নয়তো দানব, নয়তো বেহুঁশ।

ছোট থেকেই, এই যে দীপন!
বইয়ের মাঝেই, কাটলো জীবন!!
নতুন লেখা - ছড়িয়ে দিতে--
জাগৃতি তার - জীবন গীতে।।
জীবন দিয়ে, দেখিয়ে গেলো-
হয়নি তো শেষ - আঁধার কালো!!
কাটুক আঁধার - অনেক দূর---
আলোর সুর - দীপনপুর।।।