Sunday, October 11, 2015

কষ্টে আছি... -১?

কষ্ট পেতেই কি তবে ভালোবাসি এতো...?
এ যুগে একেবারে অচল, বিনোদিনী রাধিকার মতো...?
আমার দৃষ্টির সীমানা তুমি যখন ছাড়িয়ে যাও...
হারাই-হারাই ভয়ের অবশেষ যে সাহস, নানা দু:স্বপ্নে হারাই কি তাও...?
স্পর্শের বাইরে গেলেই তোমার,
আকাশ-মেঘের বুক-ভাঙ্গা ঝরো-ঝরো কি দারুণ কষ্ট আমার...!
তোমার দূর-আলাপনে যেটুকু দূরত্ব ঘুচাই...
তা তুমি হঠাৎ বন্ধ করে দিলে, বড় কষ্টে দু:খে আমি কি নিজেকেই হারাই...?
তোমার খুদে মুঠো বার্তায় যে প্রাণ, যে প্রেম, যে সোহাগ ঢালো...;
তাও যদি তুমি বন্ধ করে দাও,
তবে তীব্র দু:খের তিমির রাতে,
আমার জীবনে থাকে কি আর কোন আলো...???