Sunday, November 13, 2016

Can you hear the ticks --- 1 ?

Can you hear the ticks --- 1 ?

For many many months & years ---
I keep hearing these ticking sounds !
Dull but poignant in the background-
The penultimate clock ticks...
Of many Time Bombs -
Planted all around me ... !

Is it only - Me ?
Or - You too ?
Or S/he ? They..??
And ALL of Us ...???

Are we really listening ...?
The cringed cries of the Humans... ?
That we are letting to get diminished
Day by day - everyday ...
To the vanishing point !
The Master Planners', the Powerful Architects'
Perspectives of the Future...
That they are designing for us...!!!

Are we really listening ...?
The silent sobs of the Rivers... ?
... The Hills ? ...The Forests...?
That we ALL are killing together ...!!!

The Time Bombs to explode 
In not so distant future ...
Those we planted ourselves ...
All around us ...
The alarm clocks have already 
Started ticking ...
Time and Nature will take toll on us... Soon... !

Can you hear the penultimate ticks ...?
Or is it just the stupid paranoid me ...?
And may be a very few some of us ...???

Saturday, November 12, 2016

বীর, কবে হবো আবার - ১ ?

বীর, কবে হবো আবার - ১ ?

কতো কথা - কতো প্রতিবাদ
জমা হয় - আবার খারিজ হয় প্রতিবার -
আকাশের কতো রঙ -
কতো মেঘ এসে এঁকে দিয়ে যায় !
বাতাসের - বয়সের কতো বেগ -
এসে ভাসায় বেলা-অবেলায় --- !
ভীরুতার কতো রূপ -
চেয়ে দেখি নিজেরই প্রত্যক্ষ ছায়ায় ---!!

কোন কথা বলি না তো - আর --- !!!

কে আবার কোনদিকে রেগেমেগে লাল হয়ে যায় ...!
কে আর পড়তে চায় বলো -
পরাক্রমশালী ক্রোধান্ধ বাঘের থাবায় --- ?

কতো ঊনজন, হীনজন মলিনতর
হতে হতে বিলীন হয়ে গেলো - এই বাংলায় ...!
কতো মূর্তি-মন্দির-"মালাউন"(?)-সাঁওতাল ভেঙ্গেচুরে
একাকার নি:শেষ হয়ে গেলো ---!!
আমার কি এসে গেলো তাতে --- ???

বিবেক কি (চিরায়ত যাত্রার মতো) এসে -
কিছু বলে গেলো কানে --- ?
ইতিহাস কি মনে করালো কিছু -
তার তার-ছেঁড়া-ভাঙ্গা-রেকর্ডের গানে --??


ভীরু আমি, কাপুরুষ আমি -
ভয়ে মরি আমি - প্রতিদিন প্রতিবার -
প্রকৃত বীর আমি কতোদিন দেখি নাই ---
কবে তবে হবো সেই বীর ---
আমিও আবার --- ???