Monday, January 28, 2013

আমার দেহভস্ম থেকে - ১ (A Sonnet)


আমার দেহভস্ম থেকে - ১ (A Sonnet)
(কোমরে জামাটা বাঁধা চিনে নিও লাশ)
============================
আজ সকালের ভাতেও মরিচ পোড়া
খেয়ে গেছি ঐ পোষাকের কারখানায়।
প্রতি বারের মতো মালিকেরা জানায়
এবারও লস, চারিদিকে বাজার খুব চড়া।
কাজ করো অবিরাম - রাতদিন জোড়া
করে কাপড়ের চালান যেন ঠিক ঠিক যায়।
হঠাৎ আগুন - কেয়ামত দেখি চোখের কোণায়
দরজা তালা মারা, গলদ আগা-গোড়া!

বেহুঁশ সবাই চারিদিকে ছুটাছুটি ক'রে
মারা যাচ্ছে বিষাক্ত ধোঁয়া ও পায়ের চাপে।
আমি মরে যাচ্ছি মা’গো, থেমে যাবে শ্বাস,
ক্ষতিপূরণ নিতে ভুলো না মালিককে ধরে
শত লাশের ভীড়ে চিনতে ভুলো না সন্তাপে
কোমরে জামাটা বাঁধা চিনে নিও লাশ!

Out-Of-Sync-1 (A Sonnet)


Out-Of-Sync-1 (A Sonnet)
----------------------------
Luis I Kahn lonely staring at me
Through his latest Great Architecture!
Beautiful Assembly House - the Treasure
Since the teen-days spell-bounds me!
Deep blue sorrows oozing out slowly
Yearning human touch, your nurture.
Missed calls open crack, heart's rupture!
I'm free now, you are not free!

I'm sinking Dear, truly Out-Of-Sync
In my Web, In this City's Labyrinth
Our free time slots never coincide!
Lives without pause, without eye blink
In roller-coaster, in lean Hyacinth
Are we drowning slowly in this ride ?