আমার দেহভস্ম থেকে - ১ (A Sonnet)
(কোমরে জামাটা বাঁধা চিনে
নিও লাশ)
============================
আজ সকালের ভাতেও মরিচ
পোড়া
খেয়ে গেছি ঐ পোষাকের
কারখানায়।
প্রতি বারের মতো মালিকেরা
জানায়
এবারও লস, চারিদিকে বাজার খুব চড়া।
কাজ করো অবিরাম - রাতদিন
জোড়া
করে কাপড়ের চালান যেন ঠিক
ঠিক যায়।
হঠাৎ আগুন - কেয়ামত দেখি
চোখের কোণায়
দরজা তালা মারা, গলদ আগা-গোড়া!
বেহুঁশ সবাই চারিদিকে
ছুটাছুটি ক'রে
মারা যাচ্ছে বিষাক্ত ধোঁয়া ও পায়ের চাপে।
আমি মরে যাচ্ছি মা’গো,
থেমে যাবে শ্বাস,
ক্ষতিপূরণ নিতে ভুলো
না মালিককে ধরে
শত লাশের ভীড়ে চিনতে
ভুলো না সন্তাপে
কোমরে জামাটা বাঁধা চিনে নিও
লাশ!
No comments:
Post a Comment