শান্তি কে না চায়!
যে যুদ্ধে যেতে বাধ্য হয়
সে তো শান্তি আনতেই যুদ্ধে যায়!
শুধু কিছু জাঁহাবাজ-যুদ্ধবাজ ছাড়া
যারা শুধু ক্ষমতা আর ব্যবসা ছাড়া
বোঝে না কিছুই!
তারা মা আর মাটির ভালোবাসা কাকে বলে
বোঝে না কিছুতেই!
তারা শুধু যুদ্ধ বোঝে, চোরা-গুপ্তা খুন বোঝে
বর্ণচোরা হয়ে বিভেদ ছড়ানো বোঝে
সন্দেহের বিষবাষ্প তৈরী করা বোঝে
কুটিল-জটিল চালে বোঝে - যুদ্ধজয়!
আজ চৌদ্দদিন ধরে শাহবাগে শান্তিকামী
তরুণ-তরুণীরা বাধ্য হয়ে নেমেছেন রাজপথে।
গানে-শ্লোগানে গণহত্যার ন্যায্য বিচার আদায়ে
ঘুম-নাওয়া-খাওয়া ভুলে মাটি কামড়ে পড়ে
আছে আবেগে উত্তাল দামাল তরুণের দল!
বন্ধু রাজীবের গুপ্ত-নৃশংস খুনের পর
রক্ত-দৃপ্ত শপথে সচকিত আজ রাজপথ।
মুখোশ-পরা অদৃশ্য হায়েনার দল ঠেলে দিলো
শান্তিকামী সব তরুণেরে দ্বিতীয় একাত্তরে!
আরও কত প্রাণ অকাতরে মা-মাটিরে দিতে
হবে - বলবে আরেক ইতিহাস!
নিস্পৃহ নিরপেক্ষ বিষয়-কুশলী বিজ্ঞ বন্ধুগণ:
আপনারা তো এই দেশে অসীম শান্তি চান?
তাই বিরক্ত এই আসন্ন দীর্ঘমেয়াদী বিরোধ-সংঘাতে?
এই ক্যাকোফোনী অনিশ্চিতে ভ্রু-কুঞ্চিত আপনাদের?
কি হবে ভবিষ্যতে? কি হবে ভবিষ্যতে?
কি দরকার ছিল? ছিলাম ভালো দুধে-ভাতে!
তা হোক না দেশ-বিরোধীর রেকাবীতে খাই
অগুণিত দেশ-প্রেমী মুক্তিযোদ্ধার মৃত-মাংশের-ফল!
দীর্ঘ ৪২ বছর পর কেন ভাই ছড়াও বিভেদের হলাহল?
-- এসবই তো ঠারে-ঠুরে আকারে-ঈঙ্গিতে বলছেন বা
বলতে চাইছেন বিজ্ঞ-প্রাজ্ঞ বিষয়-কুশলী নিরপেক্ষ বন্ধুগণ?
তবে শুনুন: এই যুদ্ধে আমাদের জয় হবেই নিশ্চয়!
আজ মায়ের ডাকে প্রাণপাতে ভয় নেই আর
হে বন্ধু আমার!
No comments:
Post a Comment