এখনো কি নিস্পন্দ পড়ে আছি
আত্মকেন্দ্রিক হতাশ মানুষ!
আমাকে নিরপেক্ষ রয়ে যেতে হবে --
অতএব প্রবল দ্রোহে আমি দ্রোহী হবো না!
আমাকে সব সয়ে যেতে হবে --
অতএব প্রবল দ্রোহে আমি দ্রোহী হবো না!
আমাকে অস্তিত্ব বাঁচাতে হবে --
অতএব প্রবল দ্রোহে আমি দ্রোহী হবো না!
দ্রোহে কি সর্বদা নিহত হতে হয়?
(দ্রোহে কি সর্বদা পরাজয়?)
তবুও যদি শূয়োর-শরভেরা এসে
ভেঙ্গে দিয়ে যায় আমার সাজানো বাগান...?
যদি কাপুরুষ-হায়েনারা অদৃশ্য-আড়ালে থেকে
ফোন, এসএমএস, ইমেইল, ফেসবুকে
কেবল মৃত্যুর পরোয়ানা পাঠিয়ে যায়...?
যদি আমারই বাড়ির রাস্তায় রাজীবেরই মতো
পড়ে থাকে আমারই বিকৃত মৃতদেহ...?
তবু কি আসবে না সাহসী মানুষেরা?
তবু কি আসবে না শাহবাগে
মিছিলে-শ্লোগানে শামিল হতে
হে সাহসী ভালো মানুষ
হে বন্ধু আমার ...?
No comments:
Post a Comment