জীবনটা ফাটাফাটি, মাম্মা - ১
(পুরাই অস্থির এই দুনিয়া!)
জীবনটা ফাটাফাটি,
মাম্মা -
এসো দেখি, বসো দেখি,
যোগ করে ভাগ করো
সবগুলো উড়ালিয়া চুম্মা!
হাসো দেখি, হাসো দেখি,
শিরাম খুশী কই,
মাম্মা?
রোসো সব গ্যাঞ্জাম,
ছুঁড়ে দাও উড়ালিয়া চুম্মা!
চেনা নাই? ক্ষতি কি?
চেনা ছাড়া গতি কি?
জয় রাগে বাগ বাগ,
হও তুমি শাহবাগ,
মাম্মা -
রাত-ভোর গানে গানে,
শিরাম শ্লোগানে,
সবদিন হয়ে যায় জুম্মা!
সবকিছু পাও নাই?
আরোকিছু চাও নাই?
অস্থির হয়ো না,
মাম্মা!
যোগ করে ভাগ করো
সবগুলো উড়ালিয়া চুম্মা!
যে ক'দিন তুমি বাঁচো,
হাসো আর গাও নাচো,
মাম্মা!
জীবনের জয় মেনে,
সবাইকে কাছে টেনে,
দাও তুমি শিরাম চুম্মা!
জীবনটা ফাটাফাটি,
মাম্মা -
এসো দেখি, বসো দেখি,
যোগ করে ভাগ করো
সবগুলো উড়ালিয়া চুম্মা!
(পুরাই অস্থির এই দুনিয়া!)
জীবনটা ফাটাফাটি,
মাম্মা -
এসো দেখি, বসো দেখি,
যোগ করে ভাগ করো
সবগুলো উড়ালিয়া চুম্মা!
হাসো দেখি, হাসো দেখি,
শিরাম খুশী কই,
মাম্মা?
রোসো সব গ্যাঞ্জাম,
ছুঁড়ে দাও উড়ালিয়া চুম্মা!
চেনা নাই? ক্ষতি কি?
চেনা ছাড়া গতি কি?
জয় রাগে বাগ বাগ,
হও তুমি শাহবাগ,
মাম্মা -
রাত-ভোর গানে গানে,
শিরাম শ্লোগানে,
সবদিন হয়ে যায় জুম্মা!
সবকিছু পাও নাই?
আরোকিছু চাও নাই?
অস্থির হয়ো না,
মাম্মা!
যোগ করে ভাগ করো
সবগুলো উড়ালিয়া চুম্মা!
জোশিলা সবদিন,
হয় কি বলো দেখি,
মাম্মা?
কেঁদেকেটে লাভ নাই!
মরণেরে ভয় নাই!
জীবনেরে ছুঁড়ে দাও উড়ালিয়া চুম্মা!
যে ক'দিন তুমি বাঁচো,
হাসো আর গাও নাচো,
মাম্মা!
জীবনের জয় মেনে,
সবাইকে কাছে টেনে,
দাও তুমি শিরাম চুম্মা!
জীবনটা ফাটাফাটি,
মাম্মা -
এসো দেখি, বসো দেখি,
যোগ করে ভাগ করো
সবগুলো উড়ালিয়া চুম্মা!
No comments:
Post a Comment