হায় - তিলোত্তমা! - ১
তিল তিল যত্নে তৈরী তুমি, বিধির প্রতিনিধি -
ওগো তিলোত্তমা!
তোমার গজেন্দ্র-গমনে হুসেনের গজ-গামিনী তৈরী হয়ে যায়!
অমর চিত্রকর মকবুল ফিদা হুসেন -
তিলোত্তমা তোমার মদালসা দৃষ্টিতে
ফিদা হয়ে যান!
আর দেখো এই গুণহীন কবি কালাহারি -
কোনকিছু না পেরে কেবল
করে যায় - তিলোত্তমা তোমার গুণগান!
কি আর আমার পারা উচিত ছিল?
কি আর আমার করা উচিত ছিল?
তিল তিল যত্নে তৈরী তুমি, বিধির প্রতিনিধি -
ওগো তিলোত্তমা!
তোমার গজেন্দ্র-গমনে হুসেনের গজ-গামিনী তৈরী হয়ে যায়!
অমর চিত্রকর মকবুল ফিদা হুসেন -
তিলোত্তমা তোমার মদালসা দৃষ্টিতে
ফিদা হয়ে যান!
আর দেখো এই গুণহীন কবি কালাহারি -
কোনকিছু না পেরে কেবল
করে যায় - তিলোত্তমা তোমার গুণগান!
কি আর আমার পারা উচিত ছিল?
কি আর আমার করা উচিত ছিল?
কি আর আমার হওয়া উচিত ছিল?
হায়! যদি অমর কবি কালিদাসের মতো
তোমার তিল তিল রূপের কথা বলতে পারতাম!
যদি দেখতে পেতাম সেই টসটসে বিম্ব ফল -
যা তোমার ঠোঁট দুটির উপমা হতে পারতো!
যদি দেখা দিত সেই পাহাড়-চূড়ার ঘন-কালো মেঘের প্রপাত -
যা হতে পারতো তোমার কোমর-ঝোলা চুলের মতো!
যদি সেই গভীর অতল নীল সমুদ্রের দেখা পেতাম -
যা তোমার দুচোখের উপমা হতো!
দেখো - কী তোমার অপূর্ব চিবুক!
যা সমস্ত যুবকের বুকে চিন চিন চিহ্ন রেখে যায়!
তিলোত্তমা, তোমার অপূর্ব সুন্দর ওই সুষ্ঠু চিবুকে
যেই অসাধারণ তিলটি দেখা যায় -
তাকে দেখে আমার চুলবুলানো উড়ালিয়া চুমুরা
চীৎকার করে কেবলই কাছে যেতে চায়!
No comments:
Post a Comment