Tuesday, August 2, 2016

যদি নষ্ট হয়ে যাই - ১

যদি নষ্ট হয়ে যাই - ১

(ঢাকা, বুধবার, ০৩ অাগস্ট ২০১৬, ১৯ শ্রাবণ ১৪২৩, ২৮ শাওয়াল ১৪৩৭)

তুমি বলেছিলে একান্ত বিকেলে, ঘনিষ্ঠ সন্ধ্যায়, তুমুল রাত্রিতে -
খোলা সম্পর্কের কথা - এতো মেলা - খোলামেলা খোলামেলা -
ব'লো না তো এতো -
বার বার - নানা বেলা অবেলায় -
পাছে ভয় হয় - যদি নষ্ট হয়ে যাই !

পচন কি তবে খোলাতেই ধরে ?
বদ্ধ পাত্রে তবে নেশার গাজন কেন হয়ে আসে কাল-আবহমান ?
খোলা কথা, খোলা উপাত্ত, খোলা তথ্যে কেন কাঁপে সমস্ত শক্তিমান ?

কিসে তবে নষ্ট হয় মানুষ ?
খোলাতে ? নাকি বদ্ধতায় ?
বহমান নদীতে ? নাকি আবদ্ধ জলায় ?
কাকে তুমি তবে নষ্ট হওয়া বলো ?
এই ধরো - আমি সময় বেচতে গিয়ে ক্রেতাদের কাছে -
তাদেরই একান্ত আবদারে মাথাটাও কিছুটা বেচে দিয়ে এলাম -
তবে কি আমিও কিছুটা নষ্ট হয়ে গেলাম ?

ধরো - শরীরে শরীর চাইলো - বেচে দিলাম !
ধরো - হৃদয়ে হৃদয়ে চাইলো - বেচে দিলাম !
ধরো - আত্মায় আত্মা চাইলো - বেচে দিলাম !
ধরো - সম্পূর্ণ মূল্যে নিজেকে বেচে -
হলাম বিশুদ্ধ কেনা গোলাম!!

কিংবা ধরো - আমার মহামান্য ক্রেতারা
তাদের অঢেল ধন-সম্পদ, হীরা-জহরত,
টাকা-পয়সায়, ডলারে-রুপিতে ---
শরীর চাইলো - বেচে দিলাম !
হৃদয় চাইলো - বেচে দিলাম !
আত্মা চাইলো - বেচে দিলাম !
এইমতো বাস্তব সম্পূর্ণ মূল্যে নিজেকে বেচে -
হলাম বিশুদ্ধ কেনা গোলাম!!

কিভাবে তবে এই আমিটা কিছুটা বেশিটা নষ্ট হয়ে গেলাম ??