Friday, June 21, 2013

সেই সুর, সাঁই - ১

সেই সুর, সাঁই - ১

সেই কথা সেই সুর কবে পাবো, সাঁই ?
যেই কথা যেই গান শুনে শুধু কেঁদে কেঁদে যাই!
"আমার যমুনার দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে-এ..."
এমন আরো কত কথা, কত গান
হাজার বছর ধরে মিলে মিশে গেছে
মানুষের কোটি কোটি প্রাণে
এই বাংলার নদী-খালে-বিলে গ্রামের প্রান্তরে প্রান্তরে!
আনন্দ হাসির কথার সুরেও সকরুণ
যেন মিশে আছে শত সহস্র বর্ষের বিষাদ!
"আমাদের মধুরতম সঙ্গীত সেটাই -
যা বেদনার তীব্রতম তন্ত্রীতে নাড়া দিয়ে যায়!"
লালন, হাছন, রাধারমণ, আরো কত শত শত
অনামা জ্ঞানী-গুণীজন, আমাদের নিয়ে যান
আনন্দ-বেদনার অবিমিশ্র অনিন্দ্য অভিজ্ঞতায়!

কবে হবে গুরু, সেই সাধন আমার?
যাতনার যাঁতাকলে আর কত পিষ্ট হলে
গুরু তুমি দেবে সেই অমর গোপন মন্ত্র তোমার?
যেই সাধন মন্ত্রে সিদ্ধ আমি অমৃত আনন্দের সুরে
গেঁথে যাবো শব্দ, কথা - নতুন ভাবের নতুন বুননে
বাংলার সমস্ত পাললিক হৃদয়ের জমিনে জমিনে!
পাঁচশ-হাজার বছর পর আমারই মতোন অঝোরে
আনন্দ-বেদনায় অশ্রু ঝরাবেন
নতুন যুগের কবি, নতুন যুগের মানুষেরা
এই কথা, এই সুর, এই গান, এই কবিতা শুনে!

কবে পাবো অমৃতের সেই কথা, সেই সুর, সেই গান, সেই কবিতা - সাঁই ?

কালাহারি কণিকা - ০০১

কালাহারি কণিকা - ০০১

(১) 
শরীর শুকায়ে গেলে সুখ তো থাকে না!
জীবন শুকায়ে এলে মন তো বাঁচে না!

(২)
 সুডৌল স্তনে নারী অতি ধনবতী,
ধন্য ধরা, ধন্য তার প্রেমবান পতি!

(৩)
ভ্রষ্ট মানুষ, নষ্ট সময় - হিংসা ও ঘৃণা কতিপয়,
অস্থিরতা, অবিশ্বাস ও জিঘাংসায় জীবনের ক্ষয়!

(৪)
এমন যদি হতো - বাংলার মহাকবি মাইকেল মধু,
পুনর্জন্মে কবি কালাহারি - জীবন মহাধন্য হতো শুধু!

(৫)
বাংলার মীরজাফরেরা আজ সাজে বীর দেশপ্রেমিক!
মা-গো কি করে সহ্য করিস, ধিক তোকে শত ধিক!!


Thursday, June 13, 2013

মায়াবী - ১

মায়াবী - ১

কে আমায় এইখানে নিয়ে এলে - 
কোন মায়াবী?
ভৌতিক আলোর শহর - এ আমি চিনি না!
ল্যাম্পপোস্ট, ক্রিসানথিমাম, দানবীয় মুরাল
বহু বহু বহুতল বাড়ী খালি পড়ে আছে-
প্রেতের হিম জাগানিয়া হিম আত্মাগুলি-
কিছুই জানি না!

এ কোন মায়ার খেলায়,আমি-
কাল থেকে বহুকাল
দেশ থেকে বহুদেশ
রূপ থেকে বহুরূপ
জড়-জঙ্গমের বিভাজন ঠেলে-
বারে বারে এইখানে এসে গেছি!

নিষিক্ত ক্রোমোসোমে কত কত কোটি কোটি
বছরের ডিএনএ-রা বার বার বিবর্তিত হয়েছে
আমার এই জন্ম-জন্মান্তরের মায়াবী খেলায়!
এই ধূলাবালু কংক্রিট, এই রাজপথ - হঠাৎ জেগে ওঠে -
ঠেলে ওই দূরের মায়াবী পর্দা - ওপারে যার
আলুথালু আলপথ বেয়ে আকাশ থেকে নেমে আসে অপ্সরাদের দল!

দূরে স্থির ভাসে মৌন পাহাড় আর তার দিগন্ত রেখার প্রতিভাস!
কিন্ত শব্দহীন অন্ধকারেও বুঝি শোনা যায়:
পাহাড়ের শিলার সমস্ত খাঁজে-খাঁজে,
নুপুরের রিনিঝিনি নিক্কন বাজে।