সেই সুর, সাঁই - ১
সেই কথা সেই সুর কবে পাবো, সাঁই ?যেই কথা যেই গান শুনে শুধু কেঁদে কেঁদে যাই!
"আমার যমুনার দেখতে কালো,
চান করিতে লাগে ভালো,
যৌবন মিশিয়া গেলো জলে-এ..."
এমন আরো কত কথা, কত গান
হাজার বছর ধরে মিলে মিশে গেছে
মানুষের কোটি কোটি প্রাণে
এই বাংলার নদী-খালে-বিলে গ্রামের প্রান্তরে প্রান্তরে!
আনন্দ হাসির কথার সুরেও সকরুণ
যেন মিশে আছে শত সহস্র বর্ষের বিষাদ!
"আমাদের মধুরতম সঙ্গীত সেটাই -
যা বেদনার তীব্রতম তন্ত্রীতে নাড়া দিয়ে যায়!"
লালন, হাছন, রাধারমণ, আরো কত শত শত
অনামা জ্ঞানী-গুণীজন, আমাদের নিয়ে যান
আনন্দ-বেদনার অবিমিশ্র অনিন্দ্য অভিজ্ঞতায়!
কবে হবে গুরু, সেই সাধন আমার?
যাতনার যাঁতাকলে আর কত পিষ্ট হলে
গুরু তুমি দেবে সেই অমর গোপন মন্ত্র তোমার?
যেই সাধন মন্ত্রে সিদ্ধ আমি অমৃত আনন্দের সুরে
গেঁথে যাবো শব্দ, কথা - নতুন ভাবের নতুন বুননে
বাংলার সমস্ত পাললিক হৃদয়ের জমিনে জমিনে!
পাঁচশ-হাজার বছর পর আমারই মতোন অঝোরে
আনন্দ-বেদনায় অশ্রু ঝরাবেন
নতুন যুগের কবি, নতুন যুগের মানুষেরা
এই কথা, এই সুর, এই গান, এই কবিতা শুনে!
কবে পাবো অমৃতের সেই কথা, সেই সুর, সেই গান, সেই কবিতা - সাঁই ?
No comments:
Post a Comment