কালাহারি কণিকা - ০০১
(১)
শরীর শুকায়ে গেলে সুখ তো থাকে না!
জীবন শুকায়ে এলে মন তো বাঁচে না!
(২)
সুডৌল স্তনে নারী অতি ধনবতী,
ধন্য ধরা, ধন্য তার প্রেমবান পতি!
(৩)
ভ্রষ্ট মানুষ, নষ্ট সময় - হিংসা ও ঘৃণা কতিপয়,
অস্থিরতা, অবিশ্বাস ও জিঘাংসায় জীবনের ক্ষয়!
(৪)
এমন যদি হতো - বাংলার মহাকবি মাইকেল মধু,
পুনর্জন্মে কবি কালাহারি - জীবন মহাধন্য হতো শুধু!
(৫)
বাংলার মীরজাফরেরা আজ সাজে বীর দেশপ্রেমিক!
মা-গো কি করে সহ্য করিস, ধিক তোকে শত ধিক!!
No comments:
Post a Comment