Thursday, June 13, 2013

মায়াবী - ১

মায়াবী - ১

কে আমায় এইখানে নিয়ে এলে - 
কোন মায়াবী?
ভৌতিক আলোর শহর - এ আমি চিনি না!
ল্যাম্পপোস্ট, ক্রিসানথিমাম, দানবীয় মুরাল
বহু বহু বহুতল বাড়ী খালি পড়ে আছে-
প্রেতের হিম জাগানিয়া হিম আত্মাগুলি-
কিছুই জানি না!

এ কোন মায়ার খেলায়,আমি-
কাল থেকে বহুকাল
দেশ থেকে বহুদেশ
রূপ থেকে বহুরূপ
জড়-জঙ্গমের বিভাজন ঠেলে-
বারে বারে এইখানে এসে গেছি!

নিষিক্ত ক্রোমোসোমে কত কত কোটি কোটি
বছরের ডিএনএ-রা বার বার বিবর্তিত হয়েছে
আমার এই জন্ম-জন্মান্তরের মায়াবী খেলায়!
এই ধূলাবালু কংক্রিট, এই রাজপথ - হঠাৎ জেগে ওঠে -
ঠেলে ওই দূরের মায়াবী পর্দা - ওপারে যার
আলুথালু আলপথ বেয়ে আকাশ থেকে নেমে আসে অপ্সরাদের দল!

দূরে স্থির ভাসে মৌন পাহাড় আর তার দিগন্ত রেখার প্রতিভাস!
কিন্ত শব্দহীন অন্ধকারেও বুঝি শোনা যায়:
পাহাড়ের শিলার সমস্ত খাঁজে-খাঁজে,
নুপুরের রিনিঝিনি নিক্কন বাজে।

No comments: