Friday, November 9, 2012

বর দাও মধুকবি - বর দাও অকিঞ্চনে - ১

না পারি লোভ সম্বরিতে, দেখে তোমার মধুর ভান্ডার, হে মধুকবি!
তাইতো হুবহু করি সিঞ্চন, তোমার অমর মণি-মানিক্য-রতন!

"সম্মুখ সমরে পড়ি, বীর-চূড়ামণি
বীরবাহু, চলি যবে গেলা যমপুরে
অকালে, কহ, দেবি অমৃতভাষিণি,
কোন্ বীরবরে বরি সেনাপতি পদে,
পাঠাইলা রণে পুণ: রক্ষকুলনিধি
রাঘবারি? কি কৌশলে, রাক্ষসভরসা
ইন্দ্রজিত মেঘনাদে - অজেয় জগতে -
ঊর্মিলাবিলাসী নাশি, ইন্দ্রে নি:শঙ্কিলা?

বন্দি চরণারবিন্দ, অতি মন্দমতি
আমি, ডাকি আবার তোমায়, শ্বেতভুজে
ভারতি। যেমতি, মাত:, বসিলা আসিয়া,
বাল্মীকির রসনায় (পদ্মাসনে যেন)
যবে খরতর শরে, গহন কাননে,
ক্রৌঞ্চবধু সহ ক্রৌঞ্চে নিষাদ বিঁধিলা,
তেমতি দাসেরে, আসি, দয়া কর, সতি।
কে জানে মহিমা তব এ ভব মন্ডলে?

নরাধম আছিল যে নর নরকুলে
চৌর্য্যে রত, হইল সে তোমার প্রসাদে,
মৃত্যুঞ্জয়, যথা মৃত্যুঞ্জয় উমাপতি!
হে বরদে, তব বরে চোর রত্নাকর
কাব্যরত্নাকর কবি! তোমার পরশে,
সুচন্দন-বৃক্ষশোভা বিষবৃক্ষ ধরে!
হায়, মা, এ হেন পূণ্য আছে কি দাসে?

কিন্তু যে গো গুণহীন সন্তানের মাঝে
মূঢ়মতি, জননীর স্নেহ তার প্রতি
সমধিক। ঊর তবে, ঊর দয়াময়ি
বিশ্বরমে! গাইব, মা, বীররসে ভাসি,
মহাগীত, ঊরি, দাসে দেহ পদছায়া।

-- তুমিও আইস, দেবি, তুমি মধুকরী
কল্পনা! কবির চিত্ত-ফুলবন-মধু
লয়ে, রচ মধুচক্র, গৌড়জন যাহে
আনন্দে করিবে পান সুধা নিরবধি।
।।।।।।।।।।
।।।।।।।।।।
।।।।।।।।।।

নামি আমি, কবি-গুরু, তব পদাম্বুজে,
বাল্মীকি! হে ভারতের শিরঃচূড়ামণি,
তব অনুগামী দাস, রাজেন্দ্র-সঙ্গমে
দীন যথা যায় দূর তীর্থ-দরশনে!
তব পদ-চিহ্ন ধ্যান করি দিবা নিশি,
পশিয়াছে কত যাত্রী যশের মন্দিরে,

দমনিয়া ভব-দম দূরন্ত শমনে -
অমর! শ্রীভত্তৃহরি; সূরী ভবভূতি
শ্রীকন্ঠ, ভারতে খ্যাত বরপুত্র যিনি
ভারতির, কালিদাস - সুমধুর-ভাষী;
মুরারী-মুরলী-ধ্বনি-সদৃশ মুরারি
মনোহর; কীর্ত্তিবাস, কীর্ত্তিবাস কবি,
এ বঙ্গের অলঙ্কার! - হে পিত:, কেমনে,

কবিতা-রসের সরে রাজহংস-কুলে
মিলি করি কেলি আমি, না শিখালে তুমি?
গাঁথিব নতুন মালা, তুলি সযতনে
তব কাব্যোদ্যানে ফুল; কিন্তু কোথা পাব
(দীন আমি!) রত্নরাজী, তুমি নাহি দিলে,
রত্নাকর? কৃপা, প্রভু, কর অকিঞ্চনে! ---"

আজ প্রায় দুশো বছর পরেও কি উজ্জ্বল তুমি - হে মধুকবি, এ বঙ্গের অলঙ্কার!
তোমার অমরতার তীব্র আকুতির সত্য পরিণতি - কবি, আজ যশের মন্দিরের সমস্ত চূড়ায় চূড়ায়!
তোমার প্রার্থনার মঞ্জুরি ঘোষনা করেছেন বাংলা কবিতার সব অমর দেবতারা!
বাংলা-কবিতা-রসের রাজ সরোবরে কি অপূর্ব বিরাজিত রাজহংস তুমি, দত্ত-কূলোদ্ভব-কবি-শ্রী-মধুসূদন!
কতো যে নতুন মালা গেঁথেছ তুমি বাংলা কবিতায়, আদি-রত্নাকরে পরাজিত করি, হে নব্য-রত্নাকর!
কতো যে বাঙ্গালীর হৃদয় কেঁদেছে তোমার কবিতার জন্য জীবন বিসর্জনে!
এই অতি অক্ষমের হৃদয় মন্দিরে দেবতার আসনে আজো তুমি আছো কবি, সেই সে কৈশোরের উদ্বোধনের দিন হতে শুরু করে - আজও!
আজও এই অকিঞ্চনের চোখের ধারায় কবিতা-কাঞ্চনের অবিনাশী আকুতি - হেরো হে কবি-সম্রাট!
গুরু কবি রবি ঠাকুরের সর্বগ্রাসী কবিতা-মোহতার পরেও, প্রেমী-বিদ্রোহী কবি নজরুলের গানের অপূর্ব ঝংকারের পরেও, শুদ্ধতম কবি জীবনানন্দের অবিনাশী আধুনিকতার পরেও, সুধীন্দ্রনাথ দত্তের পরিশ্রমী বিশুদ্ধ কবিতার পরেও, শক্তি, সুনীল, আল মাহমুদ, শামসুর রাহমান, জয় গোস্বামী, আরও আরও কীর্তিমান বাংলা কবিতা-স্রষ্টাদের পরেও তুমি অনন্য, তুমি প্রাসঙ্গিক, তুমি আজও আধুনিক - কবিতার বর-পুত্র হে মধুসূদন!!
আর তাই -- বর চাই, বর চাই, হে পিত:, কবিতা-রসের রাজসরোবরে রাজহংস-কুলে কি সাহসে খেলা করি আমি, না শিখালে তুমি? ভাবি আমি - তোমার উদ্যমের ফুলগুলো দিয়ে নতুন নতুন মালা,
যদি গেঁথে দিতে পারি কালের পরম্পরায়! তোমার কাব্যোদ্যানের কতশত ফুল! কিন্তু কোথা পাব (দীন আমি!) শত ফুল, আর উত্তর-উত্তর-আধুনিকতার শত-শত-মণি-কাঞ্চন?

তুমি যদি না দাও, বাংলা কবিতার প্রথম বিপ্লবী-ঈশ্বর?

আজ কৃপা তাই, করো মোরে প্রভু, কর কৃপা এই অকিঞ্চনে!

Friday, August 31, 2012

Losing :: Living and Loving - 1 (LLL-1)

(Life & Love Lost -1, Friday, 31st August, 2012, 9:00 AM...
incomplete... to be edited more later....)

Have I got defeated in your perpetual battle?
Are all the gems got vanished from my life?
Why am I losing in Living and Loving?
Why are my Life and Love Lost leaving
bitter tastes in all around? Three decades ago
it was all different on the ground! Who could
adore you more than I could! Who could go
so much against the winds to catch your letters!
Who could write you hours and hours even writing
in the last minutes while the post office closes at night!
Who could cross miles in those stormy flooded nights
just to get a message of your well-being! Who could yearn,
yell, walk and weep so much, outbursting all conflicting
inner emotions! May be a true lover could !

And yes, I was a true lover of yours!

Where are those feelings now? Dried? Salted? Betrayed?
Our small-bridge yells at me! May be I'm to blame for
all! That's what she, the small-bridge thinks! What really
happened in that fateful day - she exclaims! I keep mum!
May be she heard your version of the story! Now needs
my one! What would I tell her? That I witnessed the filthy
betrayal of a love, lost long ago? That I'm cooking my version
so to save my grace? That I'm the one who betrayed all along?
What's the use of dissecting a dead-body putrefied long ago?

Well yes, I should be responsible for all follies in my life!

In the Beginning, we vowed to support each other until we die!
We vowed to support our people, our land in whatever way we could!
We vowed to earn our living only in the best honest ways! I got
your word to support my aspirations of becoming a great poet!
I would only write, sing, play flute; while you would do the daily
chores! Those promises forgotten long ago!
"Promises are made to be broken to get relief from its burden!"
- wrote our Guru Poet! I don't blame you! Only my destiny is to blame!
I became a loser, I became a sucker!
Repeated failures in independent living! Busy days and nights!
Only works and sleepless entrepreneurial nights!
You took me a lost case! You took me a promise-breaker!
You took me the one who really betrayed!

Well, will the little bridge will ever know?

... ... ...
... ... ...
... ... ...

(to be continued...)

Friday, August 17, 2012

হায় - মধুসূদনের পন্ডিতগণ - ১

(ঢাকা, ৭ই আগষ্ট, ২০১২)

আপনারা কোথায় আছেন বাবারা -
    মাইকেল মধুসূদনের ভাষাবিশারদ পন্ডিতেরা ?
আমি তো আঁতিপাতি করে খুঁজি আপনাদের!
আমারও তো বোধ হয় হাতে খুব অল্প সময় -
যা কিছু লেখার, যা কিছু জানানোর, যা কিছু করার;
তাড়াতাড়ি করে যেতে হয় --
                              বাবা মহাশয়!

তবে কোন গুণ নেই মাইকেলের মত!
শুধু অতি যত্নে লালন করে যাচ্ছি,
মধু-কবি-সম-তীব্র-বাসনা-মম!
এবং বেখেয়ালী বেপথু জীবন,
আর প্রায় নিত্য অনটন!

সম অন্তরালে আমিও,
পাঁচ পাঁচটি কাব্য লিখে যেতে চাই;
আপনাদের পাঁচ পাঁচজন পন্ডিতের,
                        নিরলস সহযোগিতায়!
এ যুগের পাঠক,
খাবে কি খাবে না;
তা পরে দেখা যাবে!
যুগের ভাষা নির্মাণ,
হলো কি হলো না;
তাতো দেখবেনই, আপনারা,
ভাষা বিশারদ পন্ডিতেরা!

আমি শুধু,
'কুন' বলে, জানাবো, ইচছা;
শক্তিমান বিধাতার মতো!
আর 'ফায়া-কুন' হবে তা,
আপনাদের অবিনাশী শব্দমালায়!
জ্বলজ্বল করে তারা, তারা রূপে,
স্থান করে নেবে;
ভাষা, সাহিত্য, কবিতার মহাকাশে,
যুগ যুগ ধরে!

আমি নই,
আপনারাই অমর হবেন;
হে অসাধারন ভাষাবিশারদ,
মাইকেলের প্রাজ্ঞ পন্ডিতগণ!!


Sunday, August 5, 2012

অভিলাষ - ২

(হে মহাজীবন - মাত্র ৫০০ বছর 'আয়ু' চাই ! - ১  :: ৬ই জুলাই, ২০১২ :: সকাল ১০টা)


তোমাকে আমি কতো বেশী অভিলাষী - হে মহাজীবন!
তুমি কি তার কিছুমাত্র অভিলাষো আমাকে ?
ভগবান বুদ্ধকে প্রায় পাঁচ হাজার বছর মঞ্জুর
করেছো এ যাবৎ। আমার মঞ্জুরি কি তার এক
দশমাংশ হবে?
আরো কত কত শত শত শ্রমে
মিলবে সেই কাঙ্খিত মজুরি আমার ?
আরো কত নিদ্রাহীন রাত ? বিপন্ন জীবন ? নি:সম্বল
নি:সঙ্গ সময়ের ধারাপাত ?

... ... ...
... ... ...

আমি তো তুড়ি মেরে অনায়াসে সব পার্থিব
সম্পদ জলাঞ্জলি দিতে পারি - তোমার প্রবল নিশ্চিত
আবাহনে! কিন্তু খুঁতখুঁতে বিষয়ী অবিশ্বাসী মনে
কি করে নিশ্চিত হই - বলো হে মহাজীবন ??

বসন্ত বরণ - ১

(১২ই ফেব্রুয়ারী, ২০১১; ৩০শে মাঘ, ১৪১৭ :: রাত ১০:৩০ মি:)

ওএমএসের খোলা ট্রাকের সস্তা চাল কেনার লম্বা লাইনে -
ভোর থেকে দাঁড়ানো দরিদ্র মেয়েটির পরনেও আজ লালপেড়ে হলুদ শাড়ী -
যথাসাধ্য প্রসাধনী ও সুন্দর সাজ।
গার্মেন্টসের কষ্ট-কন্টকিত অগণিত গ্রাম্য তরুণীরা দ্রুতপায়ে চলা
হরিণীর দলের মত কাজে যাচ্ছে আজ -
হলুদ, সোনালী, লাল, সবুজের রঙের বন্যায়।
ধনিক, বণিক তরুণী ও বয়েসী নারীগণ -
ধনাঢ্য হলুদ সোনালী নানা বিচিত্র সাজে এই দিনকে করছেন বরণ!
গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, ম্যাগনোলিয়া আরও নানা সব ফুলে ফুলে
চারিদিকে নানা রঙের বাহার।
মৃদু মুকুলিত আম, কাঁঠাল ও নানা ফলের কুঁড়ির
মিষ্টি মদির গন্ধে প্রকৃতি মাতোয়ারা আজ - মাতাল হাওয়ায়।

বসন্ত ঋতুরাজ - কী প্রবল এসেছো - আজ!
ক্ষুদ্র কবি কালাহারি - তোমাকে আজ কুর্ণিশ করি।।

শব্দ-শ্রমিক - ১

(৬ই নভেম্বর, ২০১০ :: সকাল ৯টা ১৫ মি:; এখনও বেশ অসমাপ্ত)

কত অব্দ,অব্দ - কত, কত কাল কেটে চলে যায় -
                  জীবনের এই ছোট্ট ভেলায়।
আজও তবু শব্দ-জব্দের জাদুকরী খেলায় --
স্তব্ধ মেতে মেতে নেশাতুর হই ---
থাকি - অবিনাশী শব্দের অপেক্ষায়।
... ...
... ...
... ...

... ...
... ...
... ...

আজ আমি বড়ো ক্লান্ত, তেষ্টায় বড় বেশী অধীর,
আজ আমি রাতের চাদরে, অত্যন্ত আদিম
আদরে, প্রতিটি শব্দে জড়াতে চাই - একটি শরীর।।






We - You and I - 1

(5th November, 2010,  for my daughter Prinita Svati...)


One day you will lament for me!
One day you will come & see the dried salts --
from all the tears I shed for you!

One day you will feel my bleeding heart, will want
to soothe that!

One day you will trace the tracks that
we travelled along!

One day you will come here to see me!

But as if a story foretold,
I will be gone, forgone, forever!!

ধনিক ও ধার্মিক - ১

(৫ই নভেম্বর, ২০১০)


তুমি তো বেশ জাঁকিয়ে বসে আছো -
ধন ও ধর্মের ধনাঢ্য আয়োজনে!
প্রতি জুম্মাবারে বেশ খুশবু নিয়ে-
জামাত শেষে আয়েশে খোশগল্পে তোমার জমকালো গাড়ির বহরে
বুঝি আঁধার নামে আমার হিংসুটে চোখে!
ইহলোক পরলোক - দুই লোকে তোমার আলীশান লোক-চোখ-ধাঁধানো
বাড়ি আর গাড়ির বহর আমার ঈর্ষার আগুনে ঘি ঢেলে দেয়!!
কারণ আমার যে কিছুই নেই!
ঈশ্বরহীন আমার নিশ্চিত পরলোক নেই!
ইহলোকে ধন ও মানের চতুর খেলায় -
আনাড়ি পরাজিত এই হতাশ হিংসুটে আমি!
মনের নানা লেনদেনেও বেজায় বিফল -
ইহকাল পরকাল বিহীন এই ভবঘুরে পথিক!!

অথচ তোমাকে আয়নায় দেখো -
কী হৃষ্ট-পুষ্ট আত্মতৃপ্ত হাসি, স্বর্গীয় আভা তোমার চোখে-মুখে!
হুরপরীর সত্তর-গুনিতক অংকে ভাগ্য সুপ্রসন্ন পরলোকে তোমার!
ইহলোকেও কম নয় সেই তাহাদের আনাগোনা!
শুধু প্রকাশ্যে তা যায় না শোনা। ভীষন মানা
তোমার পেয়াদাদের এইসব জানাশোনা।
স্বর্গীয় সব সোনাদানারাও কোথা থেকে আসে -
তা পরিস্কার যায় না জানা। শুধু এইটুকু জানি -
খুব মানী মানুষ আপনি। ধনে, মানে, দয়া, ধর্মে,
বদান্যতায় তোমাকে হারায় এমন মানুষ কমই আছে এই দেশে।
রব বুঝি ধনে-মানে-জ্ঞানে-গুণে তোমাকেই দুহাত ভরে ছড়িয়ে দিলেন!!

আর আমি অভাজন রবাহুত হয়ে (রবের আবাহন ছাড়া মানব-জন্ম অসম্ভব)
দ্বারে-দ্বারে ঘুরি। তুমি বলো - সবই রবের খেলা! বলো -
আমার অধার্মিকতাই আমার এই ইহলোক পরলোকে
পতনের মূল কারণ। আর তুমি - ইয়া রব, ইয়া রব বলে --
তোমার হামার, ভলবো, মার্সিডিজের খোলা ছাদে আকাশ বাতাশ কাঁপিয়ে যাও।।

FB-Stats-Poem-lets-2012


Jan 8, 2012
-----------
  "Well, Less is more, Lucrezia." --- Robert Browning


Apr 4, 2012
-----------
স্বপ্ন ফেরি ফেরি করে কেবলই ফিরে ফিরে আসি স্বপ্নেরই কাছে----
বিকিকিনি কতখানি হলো সে হিসাব না জেনে শুধুই বুঁদ হয়ে থাকা –
নিজেরই স্বপ্ন সওদায়।
বিপন্ন বিফলতায় কেঁদে কেঁদে জীবনের কাছে কৈফিয়ত কে করে তলব?
তার চেয়ে বরং,  এসো হই সরব –
আমাদের মিলিত সাহসী স্বপ্ন যাত্রায়।।


4th May, 2012
----------------
Rains & Thunders outside...
Also now happening in my heart...
Why do we need to hide our feelings, always need to be socially covert...?

6th May, 2012
---------------
What if we were at event zero with no past...?
Time didn't touch our lives, didn't leave its mark, its dust...?
Only the Full Moon exists in full bloom,
Can we get past all our worries, all our gloom...?


ধরো - তুমি  আর আমি
এক বিন্দু সময়ের উপর আছি।

কাছাকাছি,
অথচ আমাদের কোন অতীত স্মৃতি নেই--
এইমাত্র যেন জন্ম আমাদের।

শুধু কি আমাদের ... ?

এইমাত্র যেন জন্ম সমস্ত পৃথিবীর,                                      
                 সমস্ত মহাবিশ্বের,


May 22, 2012
-------------
'ভালোবাসি' - এ কথাটি বলা এতো ভার ?
ভালো সত্যি বাসো কিনা ভাবো শতবার...


May 24, 2012
-------------
When life deserts me from my desires,
Why do I find an oasis in you...?
As if I found my long forgotten self
from another past life...
such ecstasy you bestow!
Is it for real...?
How does it seem to you...?
Do you think my oasis is just a mirage,
only a thirsty poet's mistaken view?

Jun 8, 2012
-----------
Ami obinashi Krishno ek,
Valobashi Radha,
valobashi shob shohochor,
valobashi Bangla
aar tar joto Noro-Narider..!!


Jun 8, 2012
------------
Amake ekdol lok chorabe aaj shule...;
Ora boshe ache nana Shakha-Proshakhay
aar Ami boshe achi mule...!!

Jun 24, 2012
------------
When life starts losing its colors, my rainbow dreams are there to save me from falling !! ---- wrote on a blog info in early 2007

Jun 25, 2012
------------
“নিনাইয়ার শতেক নাও” প্রবচনে প্রলুদ্ধ হয়ে
ঘুরি বুঝি লক্ষ-কোটি বাসনার ঘোরে।
কিন্তু আয়ত্বে আসে না কোন নির্দিষ্ট উপাসনা।
নানাবিধ উপাচারে, উপবাসে পরবাসে
ঘরহীন বরহীন – শুধুই পথে বেপথে
ঘুরে ফিরে চলা,
শুধু চলে চলে যাওয়া।

Jul 16, 2012
-------------
'gods are often at odds' with me ... :-(...
the day i forgot my umbrella,
the downpour starts heavily...
the day i have it, it is sunshine only ...;-)...


Jul 18, 2012
------------
বারিষ, বারিষ, বারিষ -
আমাকে কেন ভাই এমন করে মারিস ?
কেন কেবলই নিয়ে যাস কালিদাসের কালে...?
যেখানে বিরহী যক্ষ বসে শুধু প্রিয়ামিলনের সন্তাপ তোলে...
...
কত কত শত শত খুঁটিনাটি লিখে চলে তার প্রিয়তমার, আর যাপিত সব মিলিত মূহূর্তের...
...

কেন সেই সব জন্মান্তরের স্মৃতি নিয়ে আসিস ভাই -- মেঘের কণা বৃষ্টি, বারিষ, চোখের ছলছল...?
...
তুই কি তবে সেই মেঘদূতেদের জল,
কবি কালিদাসের অমর বেদনার ফলাফল...?

Jul 21, 2012
-------------
আপনাকে কুর্ণিশ করি, হে হুমায়ুন...

FB-Stats-Poem-lets-2011


Jan 12, 2011
-------------
Though the day is cold & chilling,
But your heart gives me great warm feeling!
What is love, without pain & sorrows?
How can we live, if there are no tomorrows?


Jan 13, 2011
------------
I wish I could easily pluck a poem,
like a flower! A full bloomed one, from that Babylon's tower!
An arranged bouquet, meticulously designed as you desire;
But Alas! I'm so undone, so stuck in my marshy mire!


Jan 17, 2011
------------
Poetry needs prophecy, as I know!
Lies kill poems, dead in snow :-(.
Poets need readers, as they grow!
None likes liars, even they glow....
(I need you to like poets n me..... ;-)..,

Jan 23, 2011
------------
I'm now becoming cold as dead,
Since your touches & warmth are gone!
Let me wait for the fortunate moments,
Until then I'm not done!

Jan 27, 2011
------------
No desire to hold anybody tight...
No comment on who's wrong or who's right!
I don't have silver ropes or a golden cage,
But I yell seeing lives caught up in maze!
Should I shut my mouth, stop my rage?
Be a saint, become a sage?
Love without bondage, only free fall!
Don't you think, it's possible?

Jan 28, 2011
-------------
"You taught me language, and My profit on't Is, I know how to curse." (The Tempest, Act-1, Scene-2)
"Remember First to possess his books, for without them, He is but a sot, as I am." (The Tempest, Act-3, Scene-2) by William Shakespeare

Feb 8, 2011
-----------
এস মা সরস্বতী,
ব'সো মা, আমার শাখায়-
আমাকে -
বিদ্যাবৃক্ষ না কর যদি--
কী লাভ মা তোর, থাকা না থাকায় ?

Feb 16, 2011
-------------
"একাত্তরে হয়নি বিচার, রাজাকাররা হয়নি শেষ;
শৌর্যে জাগো বীর বাঙ্গালী, গর্জে ওঠো বাংলাদেশ।"
---- আজ চাঁদপুর শহরের এক ব্যানারে দেখে দারুন লাগলো। (কিছু শব্দ সামান্য পরিবর্তিত)

Feb 28, 2011
-------------
"I'll follow you and make a heaven out of hell, and I'll die by your hand which I love so well." ---- William Shakespeare

Mar 5, 2011
----------------
"পাগল হইয়া বনে বনে ফিরি,
আকুল গন্ধে মম,
কস্তুরী মৃগ সম |
ফাল্গুন রাতে দক্ষিন বায়ে
কোথা দিশা খুঁজে পাই না,
যাহা চাই, তাহা ভুল করে চাই;
যাহা পাই, তাহা চাই না||"
---- ঠাকুর

I sense inside a ravaging mad deer,
The strong inner essence it can not bear!
I roam aimlessly in woods ---
In the stimulating south breeze of Spring nights!
My wants are all errors,
Those come by, are not my desires!!




Mar 8, 2011
---------------
Is it the long absence that made your presence so sweet?
Is it the deep silence that filled all my words--
that I often want to tweet?
Is it you that my inner yearnings often die for?
Why am I captivated to make you my victor?


Mar 29, 2011
-----------------
May be my age is diminishing my body
and thus makes me limited every day!
But I don't let my soul to do so,
It travels,
it rejoices wherever it wants to go!
Life is a gift:
every moment I tend to feel,
Time is a treacherous element,
takes away lives with its cruel wheel!
I wonder at the mysteries of Life,
want to learn its essence, its true gist;
Can I heal all pains of Life,
transcend into an ultimate Alchemist ?


Apr 1, 2011
---------------
We all are destined to be Old and Gray;
But it is the Young Green,
where we all want to stay!


15th August, 2011
-----------------------
এতো অপঘাতে মৃত্যু, এতো দূ:খের বিয়োজন,
একি শুধুই দৈবাৎ, শুধুই দৈব-চয়ন ?
হবে কি শুদ্ধি শাসকের? হবে কি কিছু উপশম - এই অনন্ত হতাশার?

Aug 23, 2011
-----------------
"যদাযদাহি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত।
অভ্যূথ্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহস্।।
পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম।
ধর্মসংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে।।" ---- জ্ঞানযোগ ৭/৮


Aug 27, 2011
------------------
আর কিছু মনে থাকুক না থাকুক, সখী...
তোমার কথা সদাই থাকে মনে,
কিন্তু এ যে যায় না বলা জনে জনে।।।। :-)

Sep 10, 2011
-----------------
So many Years of Human Evolution....!
Still so many Human Tears of Seperation...!
The Ancestral Pains of Human Bondage bleed the Heart....


Sep 25, 2011
-----------------
I wish I were sublimed into the saint-hood,
being alive!
No Earthly desires,
no bodily pains or pleasures to thrive!
No calls to receive, no calls to make,
no faces to see, No Avatars to wear:
it's complete Nirvana,
it's no more me!

But Lo and Behold!
Someone's dragging my feet,
She Earth is not letting me free!

Oct 11, 2011
------------
"In a mad world, only the mads are sane." (Akira Kurosawa)

Oct 15, 2011
-------------
Any "Mind-Blowing" thing is essentially "Mind-less"....
Bcz, that happens when the Mind is being blown away....;-)...

Oct 26, 2011
-----------------
My poem begins to bloom...
with the Spring of your voice!
Breaking long Winter silence…
when you call me, I'm exalted,
It's time to rejoice!
I so much yearn for you,
O my poetry, O my longings!
Yet you stay in veils,
desert me so often, so always!

Nov 9, 2011
----------------
“A kiss is a lovely trick, designed by nature,
to stop speech when words become superfluous.”
– Ingrid Bergman

My Provocative Thought: "Could our citizens silence our talkative politicians by kisses.....;-)..."


Nov 20, 2011
------------------
"Come then, Sorrow, Sweetest Sorrow!
Like an own babe
I nurse thee on my breast:
I thought to leave thee,
And deceive thee,
But now of all the world I love thee best. "
---- Song of the Indian Maid, from 'Endymion', By John Keats

Dec 1, 2011
------------
Entropy -- the fundamental Law of Physics ::
"Everything moves toward disorder unless you are constantly investing energy in maintaining order."
---- Excerpt from the US CIO Vivek Kundra's interview with McKinsey ....

Dec 11, 2011
-------------
"The Sound & The Satan" & "The Curses of The Have-Nots" have been germinating for quite some days .... alluring words are coming in and going out of my mind..... :-(... Maybe their genes are malformed... :-(...

FB-Stats-Poem-lets-2010


Aug 1, 2010
-------------
Guilts constantly captivates the self,
For the dear ones,
whom I missed forever....
Wish there were the God,
who could resurrect them,
could let me spend some more time for the last time with them...
Which I always planned,
but never could deliver.....

Aug 11, 2010
-------------
Run, Run, Run.... It's no more fun :-(...

Aug 27, 2010
-------------
Fasting - a feeble gesture of Personal Sacrifice... Still doing it as a Sacrifice...

Sep 1, 2010
-----------
Touches are meant to be felt beyond flesh....
But alas! They hardly hit any sweet spot ;-(....
When will that promised moment come?
When my mortal flesh be burnt to ashes.....?



Sep 24, 2010
-------------
যাপিত হলো কতো যে ক্রান্তিকাল,
জীবন এখনো জানায় যে আবাহন;
জানি না কখন নিত্য দ্বৈরথ শেষ হবে অবশেষে।


Life has been through so many crises,
Still it infatuates me;
Don't know when this apparent contradiction will stop!

FB-Stats-Poem-lets-2009


1st Sept, 2009
---------------
কি আমি ভাবছি বসে,
কার জেনে কী বা প্রয়োজন ?
কৃত্রিম, ভনিতা, বিজ্ঞাপন,
মেকীপনা কি নয়,
এই সব সামাজিক আয়োজন ??


1st June, 2009
--------------
Change ... Change ...
Every moment I die ...
next moment I am reborn ...
Alone I move on ...!!

বারিষ-বারিষ-বারিষ-১

(১৮ই জুলাই, ২০১২)

বারিষ, বারিষ, বারিষ - আমাকে কেন ভাই এমন করে মারিস ?
কেন কেবলই নিয়ে যাস কালিদাসের কালে...?
যেখানে বিরহী যক্ষ বসে শুধু প্রিয়ামিলনের সন্তাপ তোলে...

...
কত কত শত শত খুঁটিনাটি লিখে চলে তার প্রিয়তমার, আর যাপিত সব মিলিত মূহূর্তের...
...

কেন সেই সব জন্মান্তরের স্মৃতি নিয়ে আসিস ভাই -- মেঘের কণা বৃষ্টি, বারিষ, চোখের ছলছল...?
...

তুই কি তবে সেই মেঘদূতেদের জল, কবি কালিদাসের অমর বেদনার ফলাফল...?

পুরানো সাবান ও সুগন্ধি - ১

(৩রা মার্চ, ২০১০ ও ৫ই আগষ্ট, ২০১২, বেশিমাত্রায় অসমাপ্ত .....)

ইদানীং আমি ফিরে গেছি পুরানো সাবান ও সুগন্ধিতে!
সাবানের ফেনা আর সুগন্ধির স্মৃতি কাতরতায় - মনে পড়ে যায় --
সেইসব পুরানো দিন - মাতাল হাওয়ায় ছুটে বেড়ানোর। পাগল
হয়ে তোমার কাছে যাওয়া। বেঘোরে ঘুরে ঘুরে ঘরহীন হওয়া।

... ...
... ...
... ...

আজও ঘরহীন আমি। তবে গন্তব্য বিপরীত পথে। তোমার ছায়াও
যেন মাড়াতে না হয়। এ যেন অন্তহীন ঘৃণা কুরে কুরে
শেষ করে দেয় - আমাকে।
... ... ...
... ... ...
... ... ...
তবু - সব কি সত্যিই শেষ হয়ে যায়?
কেন তবে ফিরে যাওয়া পুরানো সাবান ও সুগন্ধিতে??


টা-টা-টা -- সোনাটা-১ (Ta-Ta-Ta--Sonata-1)

(৮ই জুলাই, ২০১০)


পুরোটা। কথাটা। বলাটা।
                    কতোটা?
কিছুটা।মাথাটা। অতটা। শতোটা।
                     ব্যথাটা?
মুখটা। ঘামটা। গলাটা। কাশিটা।
                      ক্ষাণিকটা?
এদিকটা। ওদিকটা। গুতোটা। মুতোটা।
                      কিছুটা?
... ...

ফাটে তো - বুকটা। ফোটে না - মুখটা।
কি-করে -- শুরুটা? হলো-কি -- কিছুটা?
গেলো-তো -- ভাবটা! পেলো-কি -- আব্টা?
হলো-কি -- প্রেমটা? এলো-কি -- হেমটা?
উঁচিয়ে -- ঘোমটা! হবে-কি -- ক্ষ্যামটা?
না-চেয়ে -- মনটা! নেবে-কি -- দেহটা?
না-ক্রমে -- শুরুটা! না-কমে -- দুরুটা!

... ...
... ...

একটা। দুইটা। তিনটা। টা-টা-টা। ... শতোটা।
                                           অতোটা?
রূপটা। রসটা। রংটা। ঋতুটা।
শতোটা। মনটা। টা-টা-টা। সোনাটা।।

কবিতার ছলাকলা - ১

(৮ই জুলাই, ২০১০ এবং ৫ই আগষ্ট, ২০১২)

কবিতা লেখার ছলে আসলে পৌঁছাতে চাই তোমার কাছেই।
কবিতা হলো কি হলো না - এই দন্ড শোনার চেয়ে -
তোমার গন্ডগুলোর লালচে আভায় বিভোর হয়ে যাই।
সব রাজ্যপাট ছেড়ে বনবাসী রাজা দুষ্মন্ত সুন্দর শকুন্তলার সাধনায়।
অথচ কোন রাজ্যপাট আমার নেই, তোমাকেও সর্বদা
শকুন্তলা রূপে দেখি না।
তবুও বারবার কবিতার ছলে ছুটে যাই তোমার কাছে। কতো-শতো
না-বলা কথাগুলো বাঙ্ময় হয়ে ওঠে নানা কবিতায়। আবার
কতো-অযুত-লক্ষ-নিযুত-কোটি কথারা হারায় অন্যদেশে, তোমাকে
উদ্দেশ্য করে শুরু করার আগেই।
... ...
কে তবে উদ্দেশ্য আমার ? তুমি ? নাকি কবিতা আমার?
... ...

লেখা শুরু হতেই কেমন হাঁসফাঁস লাগে। পথ রুদ্ধ
হয়ে আসে। ঠিক যা যা বলতে চেয়েছি - তা যেন
আর বলা হয়ে ওঠে না। স্মৃতিরা প্রতারণা করে।
শব্দেরা শামুক হয়ে যায়। আবার কখনো
কবিতা যেন অন্য প্রাণ পেয়ে যায়। সে যেন তার
কথা বলে যায়। আর আমি নির্বাক চেয়ে দেখি।

......
এইতো এখন -
কবিতা এসে ছলে-বলে-কৌশলে কি লিখিয়ে গেল!
অথবা এইসব শব্দমালায় -
আদৌ কি কোন কবিতা হলো ?
আদৌ কি কোন দোলা খেলো তোমার মন ?

কবির আক্ষেপ - ১

(১৯শে জুলাই, ২০১০)

কবিদের কাকেদের একই কাতারে -
        ফেলা হয় আজ,
কবিতার বিকিকিনি নেই
           আজ কোন হাটে;
আমার কবিতা পড়ে --
         তুমিও পরো না সেই সম্মোহনী সাজ;
কবিতার নানা দানা কনা গুলি -
       তাই আজ -
বিলাই মাঠে - ঘাটে।।

Saturday, August 4, 2012

অভিলাষ - ১


তুমিই কি অভিলাষো আমাকে -
    হে উত্তর-উত্তর সময় ...?
মহাজীবনের পথে কোন এক বিন্দুর মত কোণে -
কখনো কি ঠাঁই দিবে আমাকে ...?
.....
এই চির-চিন্তায় কতো যে সময় কেটে গেল....!
অথচ এমন কোন অর্জন নেই যে দাবী করবো তোমার অভিলাষ...!!
....
.....
হে মহাজীবন! আমাকে তুমি চাও বা না-চাও --
তোমাকে আমি চেয়ে যাবো আজীবন....!
পরমাত্মা কৃষ্ণের জীবাত্মা রাধার মতন...!!

Untitled - 1 - 1

Lo & Behold...!
Observe the oxymorons, the gibberish juxtapositions of Life!!

How could your ephemeral beauty make an eternal mark in my mind...?
But it did!
How could a savage turn into a sage in a full moonlit night...?
But it did!
How can an average person aspire prophecy & dream to be an immortal poet?
But it does!

Alas, my dear! Isn't it Spledid...? Isn't it Rife...?
Let's Salute the Great Enigma of Life...!!!

মনের দুরু-দুরু-১

মনের ভিতর দুরু,
    করবো আবার শুরু...?
আর কি হবে গুরু...?
জীবন মরু মরু...

সময় গেল সবই
  সাধন হলো না তো ---
সাধন হবে না যে -
সে তো -
আগেই জানা যেত!!
...
জানা গেলেই বা - কি ...?
জেনেও কতো লোকে ---
থেমে কি আর থাকে...?
.....
.....
মরণটাকেও যারা মরণ ভাবে না যে --
এমন লোকের দেখা মিলবে মাঝে মাঝে ?

ওয়ান-ওয়ে-চাওয়া-১ (OSLA...??)


এই ডিজিটাল যোগাযোগের যুগে বিদ্যুতবেগে মাঝে মাঝেই তোমাকে চাই।
যেন তোমার কোন কাজ থাকতে নেই।
যেন আমি চাইলেই এক লহমায় তুমি এসে হাজির হবে অধুনাতম ফাইবারের ভিতর দিয়ে।
কিংবা বেতার তরঙ্গ বেয়ে বেয়ে।
এই 'আমি' - 'আমি' আর সর্বত্র 'আমি'-র কালে তোমাকে আলাদা রাখবার জায়গা কোথায়, বলো?
তাইতো পুরে রাখি নিজের মাঝে!

কিন্তু তুমিও তো কেবলই "ব্যস্ত" স্ট্যাটাস দিয়ে রেখে - দিব্যি গায়েব হয়ে থাকো!
যেন আমাকে তোমার আর কোন প্রয়োজন নেই।
যেন আমি এক অনাবশ্যক আর বিরক্তিকর বস্তুতে পরিণত - তোমার কাছে!

আসলেও কি তাই?

আমিতো মনে মনে ভাবি - তুমি বিরলে আমাকে নিশ্চয় ভাবো।
হয়তো সাড়া দাও না ধরা পড়বার ভয়ে!
হয়তো আমার ধৈর্য্য আর একাগ্রতায় পরীক্ষা নিচ্ছো অহরহ নিরুত্তর থেকে!!

আর কোন সত্য জেনে কাজ নাই --
আমার ওয়ান-ওয়ে-চাওয়ারা তীব্র বেগে ধেয়ে -
একদিন তোমার চাওয়াদেরও নিয়ে আসবে আমার দিকে --
মনে মনে একেই সত্য বলে পাই।।


নদী ও নারী - ১

( ... by Fokhruz Zaman on Saturday, June 30, 2012 at 12:41pm · from my FB Notes...)


তুই যদি নদী হবি নারী - 
     তবে স্রোতস্বিনী ধারা তোর,
           হারালো কোথায়...?
....
কেন স্থানু নিশ্চল চোখ তোর -
      নদী-হারা মরা মাছের মতন...?
শুধু বিলাসে গা ভাসানো -
      শুধু জাগতিক মোহে তোর কেশের বিন্যাস?
কোন শাপে হারালি তোর নদীরূপী বর?
কেবা তোরে শাপ দিল - কোন সেই "আদিতম নর"...?

সরস্বতীর আরাধনা - ১

(...by Fokhruz Zaman on Monday, June 25, 2012 at 9:21am · .. from my FB Notes)



হে ভৈরবী প্রিয় স্বপ্নব্রতী,
তোমার  চিঠিতে আমি ফিরে যাই –
সেই প্রায় তিরিশ বছর আগের লেখালেখির অধরা অমরাবতীর কাছে।
সময়ের নির্যাস থেকে মৌলিক কোন ভাষা-প্রকরণ আয়ত্বে বুঝি এখনো এলো না আমার।
এই হতাশায় দীর্ঘকাল যতি টেনে টেনে মাঝে মধ্যে মৃদু চেষ্টা সরস্বতীর আরাধনার।
কিন্তু কাব্যলক্ষী সহজে তুষ্ট হয় না এই মাঝে-সাঁঝে মৃদু-মন্দ-চেষ্টা-সমীরণে…
অন্তহীন অন্তর-বিহীন কঠোর চেষ্টা চাই অন্তরের শুদ্ধতম অংশের---
তবেই না দেবী হবেন তুষ্ট, অমরত্বের বর দেবেন কাব্য অমরাবতীর ঘরে।

কিন্তু বলো স্বপ্নব্রতী, এই ডিজিটাল-ফেসবুকের যুগে কি করে শুধু এক দেবীর সাধনায় নিবিষ্ট রাখি মন ?
যখন লক্ষী এসে কড়া নাড়েন দরজায়, যখন প্রায় অনায়াসে বহু দেব-দেবী লাভের ডিজিটাল-ডিজায়ারে ---
আঁকুপাঁকু করে পাগল মন আমার!
“নিনাইয়ার শতেক নাও” প্রবচনে প্রলুদ্ধ হয়ে ঘুরি বুঝি লক্ষ-কোটি বাসনার ঘোরে।
কিন্তু আয়ত্বে আসে না কোন নির্দিষ্ট উপাসনা।
নানাবিধ উপাচারে, উপবাসে পরবাসে ঘরহীন বরহীন –
শুধুই পথে বেপথে ঘুরে ফিরে চলা, শুধু চলে চলে যাওয়া।

আমি শ্যাম-রাই – ১

(...by Fokhruz Zaman on Tuesday, May 22, 2012 at 10:07pm ·  from my FB Notes ...)



কত কত শত শত বছর পার হয়ে গেলো –
মনের রাই বুঝি দূর হলো না।
শ্যামের প্রেমে পড়া রাই –
কেন যে আমারই অন্তরে বসবাস করে-
তা বুঝি কোন কালা কোন কালে জানে না।
বিরহ বিষাদের নিখাদ সুরে-
সজল রাই-
যাই যাই করে আজো গেলো না।
জীবনের আত্মা – জীবাত্মা – খুঁজে মরে –
পরমের আত্মা – পরমাত্মা – প্রিয়তম জোড়া-বান্ধবেরে।
জীবনের রাই খুঁজে ফিরে পরমের শ্যাম-কালিয়ারে।
এ জীবন এমন কেন?
প্রতিটি মূহূর্ত অনিত্য জেনেও চির পরমের আকুলতা একুল ওকুল সবকুল ভাসায়।
“তুমি কোনবা দ্যাশে রইলারে দয়াল চান। তোমায় না দ্যাখলে বাঁচে না আমার প্রাণ”।
“নিঠুর কালিয়া সোনারে” – “বন্ধু সোনা কালিয়ারে” – আরো আরো কত শত নামে ডাকি –
আমি শ্যাম-রাই – শ্যামের চরণে চাই এই জীবনও যাপন।
না দেখে কালারে – এই ঘোর গ্রীষ্মেও দুই চোখে নামে প্রবল শ্রাবণ।।



রাজকুমার – শতবর্ষী হও তুমি

(...by Fokhruz Zaman on Friday, March 9, 2012 at 9:55am · from my FB Notes...)



রাজকুমার – শতবর্ষী হও তুমি
কালাহারি
ঢাকা, ১৪ই মার্চ, ২০১২

তোমাকে দেখেই ভালো লেগে গেলো আমার, হে চুপচাপ শিশু - রাজকুমার।
ঘরবাড়ি ছেড়ে, আলুথালু চুলদাড়ি বেড়ে বল্কল মুনির অবয়ব আমার,
আর তুমি বুঝি হেসেখেলে চলে যাও রাজ-মৃগয়ায়।

আজ কতযুগ পর কতশত-সহস্র মুহূর্তের স্মৃতি-কাতরতায় আমার দুচোখ ভিজে ভিজে যায়।

সেই সেই সব সব দিনের উথাল পাথাল স্মৃতি –
ভয়াল মিলিটারী জান্তার জন্তু-ব্যবহার, ক্যাম্পাসে দিপালীর লাশ,
সেলিম-দেলোয়ারের পুলিশ-ট্রাক-চাপা পিষ্ট দেহের অবশেষ।
স্বাধীন এই দেশে অবিরাম ছাত্র হত্যার মিশনে নামে আমাদেরই মিলিটারী, পুলিশ।

তবু জীবনে বসন্ত আসে, কারও চোখে চোখ রেখে ভাসি বুঝি আশার মোহন ভেলায়।
সেইসব উথাল পাথাল দিনের মাতাল মাতাল স্মৃতি –
নতুন তারুণ্যের উন্মাতাল সেই সেই দিন,
সেই যে অনুপ জালোটার সজল ভজন, পঙ্কজ উদাসের উদাত্ত গজলের আবাহন।
বসন্তের উদ্ভ্রান্ত বাতাসে "পাগল হইয়া ঘুরি বনে বনে – "
আর – "যাহা চাই, তাহা পাই না"।
পাওয়া - না পাওয়ার ঘোরে ঘোরে কেটে যায় প্রায় সমস্ত জীবন।

আজ যেন কতযুগ পর আশার বিদ্যূত ঝলকানি চমকায় দুই চোখে –
তোমার শান্ত নির্লিপ্ত চোখে দেখি আমাদের উজ্জ্বল আগামীর আভাস।

হয় এই গ্রহে কিংবা দূরের কোন তারা থেকে –
থাকি বা না থাকি - তবু আশীর্বাদ করি –
শুভ হোক এই জন্মদিন তোমার।
কালজয়ী, দিগ্বিজয়ী হও,
আর সুস্থ সবল সুন্দর হয়ে বেঁচে থাকো শত বছর, হে রাজকুমার।

আত্মহননের পথ…১

(by Fokhruz Zaman on Sunday, February 19, 2012 at 11:14am · from my FB Notes...)


পথটা কি চেনা চেনা মনে হয়?
আবছায়া, হালকা শীতে ভরা ছমছমে পথ।
ভিনসেন্ট, প্লাথ, কাদম্বরী আরও বহু বহু “ব্যর্থ” মানুষের পথ…
যে যায়, বুঝি সে-ই শুধু জানে---
জীবনের যতি কখন নিয়ত: টানে---
প্রবল আবাহনে।

বিশ্বাস হারানোর হাহাকার, নিয়ত: অবিশ্বাসের বিষ,
ছদ্মবেশী অমানুষের দারুণ প্রতাপ, হিসেবের চতুর চালে পদে পদে পরাজয়।
পথটা কি চেনা চেনা মনে হয়?

হতাশা, একাকিত্ব, দীর্ঘশ্বাস---
লোকসান, অর্থাভাব, দেনার-দায়, দায়িত্বের কঠিন জোয়াল---
আশার খড়কুটো কেবলই দূরতর হয়---
অনেকটাই কি মিলে মিলে যায়?

যে যায়, বুঝি সে-ই শুধু জানে, পরাজিত জীবনের গ্লানি কতখানে।।

Dots to Infinity ... - 1

(by Fokhruz Zaman on Friday, October 7, 2011 at 10:06pm · from my FB Notes)


Why did you leave us so early, Steve Jobs?
Or is it the unkind Nature that took you away?
Alas! What a loss this world incurred!
Tears are falling from many eyes making visions blurred.
Few more decades you could stay,
Secretly creating your wonders, unlocking the creative play.
Your teams are great, Great are the innovation systems,
Yet a leader like you catapults, glowing high with the inner gems.
You were connecting the dots in your great speech to the young Stanford Graduates,
Three of your life's stories : simply told but so profound.
The dots connected so well,
All who saw you - remembered like a spell.
You inspired millions, ignited so many minds that you never met,
They will hold your ideals, connect your dots to Infinity!
For sure for many generations you will inspire, you will live,
Amazing presents from all heavens you will give,
Adieu our remote Guru, Adieu dear Steve!!

Autumn in Chittagong - 1

(by Fokhruz Zaman on Monday, October 3, 2011 at 12:37am · from my FB Notes...)


Seagulls were hovering over the Bay of Bengal,
From North, Call for their long-haul is in the Offing!
I wish I were flying free, I were a Seagull,
Going from place to places, showing no desire to lull!

Monsoon ceases with Durga's Home-Coming,
Ah, What a Marvel She Spells !
Gods must be crazy when they reckon,
How a Devi overpowered them All, still glows her Beacon!

Autumn's lovely touch stretches through the benign nights,
The Beautiful Port-City stands out with its Sea and spread-out Hills!
Large green trees beckon with hundred years of solitude,
Time's touches, thunders, and treasures are all hidden in their woods!

Small Hills showing their bellies here and there,
Inviting mischievously igniting the carnal desire!
Yet an unassuming frail poet fails to sleep,
His longings so high, his desires so deep!

In this tormenting time, the boundary between right and wrong is looking so thin,
I am only growing Gray, but the Seagulls are growing Green! 

জড়জীবন – ১ (Still Life - 1)

(by Fokhruz Zaman on Friday, September 30, 2011 at 1:12am · from my FB Notes...)


পরের কোন জীবনের যমুনা-ঝাঁপানো-সঙ্গিনী,
মদ্যপদের শোরগোলে হঠাৎ তোমার কন্ঠ আমি চিনিনি।
ফোনে বার কয়েক জন্মান্তরের অধিকারে "আমি" শব্দ বলে গেলে তুমি।
তবুও না চেনায় ---
শেষমেষ কিছুটা বিরক্ত হতাশ হয়ে বললে নিজের নামটি - র----!

এদিকে মদ্যপ মত্ত হাতিদের আদিম স্থূলতায় ---
অসহায় গায়িকার সুর-সঙ্গীত-সম্মান সব ভেসে ভেসে যায়!
তোড়া-তোড়া নোটের চোটে, অসুরেরা কেনে সুর-সুধা-রসের টিকেট;
কান-ফাটানো মিউজিক-ড্রাম, রাম-ভদকা আর টি-টুয়েন্টি-ক্রিকেট!

কোষে কোষে ভেসে আসা দূর আলাপনে তুমি এসে এক লহমায় ---
নষ্ট মানুষের বেষ্টনী থেকে নিয়ে চলো ---
আমাদের আকাঙ্খিত পরজন্মের চির-যমুনায়।।

মেয়েটি - ২

(by Fokhruz Zaman on Thursday, September 22, 2011 at 4:24pm · )

মেয়েটি বোকার হদ্দ, মেয়েটি জানে না –-
এখন ---
যে-যার জীবন যাপনে ব্যস্ত, কারো কথা --
কেউ তো শোনে না।
হঠাৎ পৃথিবী কেঁপে ওঠে, ভয়ার্ত সবাই –
ত্রস্ত, দ্রুত পায়ে পালাই – পালাই।

কি হবে প্রসূতিকে দেখে, যখন প্রলয় নেমে আসে?
মৃত্যূর সংকেতে জন্মের কি বা প্রয়োজন?
কি হবে চিকিৎসার প্রতিজ্ঞায়, কি হবে হিপোক্রিটাসে?

বোকা-শোকা নার্স মেয়ে, তুই পড়ে থাক্!
নামী-দামী ডাক্তার, নিজেদের অমূল্য জীবন বাঁচাক!
প্রতিটা জীবন অমূল্য, কে বলেছে তোকে ?
প্রতিদিন মূল্যহীন, এই দেশে মরে কত লোকে!

তবু ভূমিকম্পও যেন হার মেনে নিল, মেয়েটির কাছে--
প্রসূতি রক্ষার প্রতিজ্ঞায়, সে থেকে গেল পিছে।
আর তাতে ---
বোকা-গাধা মেয়েটির মনে হলো সেটাই স্বাভাবিক --
যা করেছে সে!

আর আমিও কেমন গাধাস্য-গাধা, দেখো –-
কেবল অবিরল –
মেয়েটির বীরত্ব-গাঁথা পড়ে, ফেলে চলি –
আমার মূল্যহীন চোখের জল।।

মেয়েটি - ১

(by Fokhruz Zaman on Tuesday, September 20, 2011 at 8:49pm from my FB account)


মেয়েটি মোটামুটি - দেখতে মোটার দিকেই,
ছেলেটি বসেছিল একই সাথে খেতে - সামনেই।
পাত পেতে বসে, পাতে বেড়ে দিতে - দুজনেই,
জোরাজুরি করে বিপ্রতীপ দিকে - দুজনার।

নতুন চেনার কথা-কথা মালা, বুনে চলে দুই জনে মিলে,
নতুন দেখার আবেশী দুই-জোড়া চোখ, দুই জনে চেখে নিতে চায়।
ছেলেটি কথা বলে যেন একমনে - মেয়েটির দিকে স্থির চেয়ে থেকে --
কয় ভাই-বোন, কয়টা স্বজন, কে থাকে কোথায়, কাজের ধরন----।
মেয়েটি শোনে যেন বহুমনে - আলতো আঙ্গুলে চুল ঠিক করে, চিবুক হাতে চারদিকে চায়--
চোখ বড় রেখে হেসে হেসে যায়, চারপাশে যেন তার মোহন বিলায়---।

কি যেন এক কষ্টের কথায়, মেয়েটি এক গভীর তাকায়----
ঝংকৃত সুর অপরূপ হয় --
যেন এক কন্যা-সুন্দর মায়াবী আলোয়,
মোটামুটি মেয়েটি অপরূপ হয় - এক লহমায়।।

দ্বন্দ্ব - ধন্দ - ১


দ্বন্দ্ব - ধন্দ - ১
(ঢাকা, ৭ আষাঢ়, ১৪১৮; ১৮ রজব, ১৪৩২; ২১ জুন, ২০১১)

এতো তথ্য – এতো উপাত্ত –
কোনটি মিথ্যা - কোনটি সত্য ?

কোনটি সোজা - কোনটি গোঁজা - কোনটি দিলেন নাসির হোজা ?
কোনটি বড় - কোনটি ছোট - কোনটি নিয়ে ঘটো-মটো ?
কোনটি চলে - কোনটি বলে - কোনটি লেখা দারুন ছলে ?

কোনটি ডানে - কোনটি বামে - কোনটি হলে মিছিল নামে ?
এতো তথ্য – এতো উপাত্ত –
কোনটি মিথ্যা - কোনটি সত্য ?


এতো বুদ্ধি - এতো জীবি - এতো এতো বুদ্ধিজীবি!
এতো বিশেষ - এতো অজ্ঞ - এতো এতো বিশেষজ্ঞ!
এতো গোঁ-গোঁ –এতো এষণা - এতো এতো গবেষণা!

যুক্তি আসে - যুক্তি নাশে - মফিজেরা তাকাই ত্রাসে!
কোনটি ছোঁব - কোনটি নেবো - কোন দিকে যে রাস্তা পাবো!
এতো তথ্য – এতো উপাত্ত –
কোনটি মিথ্যা - কোনটি সত্য ?

Face 2 Face

(by Fokhruz Zaman on Monday, May 9, 2011 at 12:24am · from my FB Account..)

Face-2-Face,
Katha Holona Shesh!
Rickshawer Resh,
Path Holo Shesh!
Achi bote besh,
Face-2-Face!

Kam-Jaga Besh,
Mohoniyo Kesh!
Chule Hoto Besh,
Face-2-Face!

Dekhley Mesh,
Shob Katha Shesh,
Face-2-Face!

Kannar Resh,
Prodiper Shesh,
Face 2 Face ? 

ঠাকুর, তোমাকে প্রণাম

(by Fokhruz Zaman on Sunday, May 8, 2011 at 11:36pm from my FB Account...)

অনেক ঘুরে ঘুরে,
থেকে দূরে দূরে---

হঠাৎ থেমে দেখি-

চখা-চখির মতন,
জীবন-যাপন সুরে,
ঠাকুর,
তুমিও দেখি, আছো--
আমার,
সত্ত্বা-টুকু জুড়ে।