(...by Fokhruz Zaman on Tuesday, May 22, 2012 at 10:07pm · from my FB Notes ...)
কত কত শত শত বছর পার হয়ে গেলো –
মনের রাই বুঝি দূর হলো না।
শ্যামের প্রেমে পড়া রাই –
কেন যে আমারই অন্তরে বসবাস করে-
তা বুঝি কোন কালা কোন কালে জানে না।
বিরহ বিষাদের নিখাদ সুরে-
সজল রাই-
যাই যাই করে আজো গেলো না।
জীবনের আত্মা – জীবাত্মা – খুঁজে মরে –
পরমের আত্মা – পরমাত্মা – প্রিয়তম জোড়া-বান্ধবেরে।
জীবনের রাই খুঁজে ফিরে পরমের শ্যাম-কালিয়ারে।
এ জীবন এমন কেন?
প্রতিটি মূহূর্ত অনিত্য জেনেও চির পরমের আকুলতা একুল ওকুল সবকুল ভাসায়।
“তুমি কোনবা দ্যাশে রইলারে দয়াল চান। তোমায় না দ্যাখলে বাঁচে না আমার প্রাণ”।
“নিঠুর কালিয়া সোনারে” – “বন্ধু সোনা কালিয়ারে” – আরো আরো কত শত নামে ডাকি –
আমি শ্যাম-রাই – শ্যামের চরণে চাই এই জীবনও যাপন।
না দেখে কালারে – এই ঘোর গ্রীষ্মেও দুই চোখে নামে প্রবল শ্রাবণ।।
No comments:
Post a Comment