(by Fokhruz Zaman on Friday, September 30, 2011 at 1:12am · from my FB Notes...)
পরের কোন জীবনের যমুনা-ঝাঁপানো-সঙ্গিনী,
মদ্যপদের শোরগোলে হঠাৎ তোমার কন্ঠ আমি চিনিনি।
ফোনে বার কয়েক জন্মান্তরের অধিকারে "আমি" শব্দ বলে গেলে তুমি।
তবুও না চেনায় ---
শেষমেষ কিছুটা বিরক্ত হতাশ হয়ে বললে নিজের নামটি - র----!
এদিকে মদ্যপ মত্ত হাতিদের আদিম স্থূলতায় ---
অসহায় গায়িকার সুর-সঙ্গীত-সম্মান সব ভেসে ভেসে যায়!
তোড়া-তোড়া নোটের চোটে, অসুরেরা কেনে সুর-সুধা-রসের টিকেট;
কান-ফাটানো মিউজিক-ড্রাম, রাম-ভদকা আর টি-টুয়েন্টি-ক্রিকেট!
কোষে কোষে ভেসে আসা দূর আলাপনে তুমি এসে এক লহমায় ---
নষ্ট মানুষের বেষ্টনী থেকে নিয়ে চলো ---
আমাদের আকাঙ্খিত পরজন্মের চির-যমুনায়।।
No comments:
Post a Comment