Sunday, August 5, 2012

কবির আক্ষেপ - ১

(১৯শে জুলাই, ২০১০)

কবিদের কাকেদের একই কাতারে -
        ফেলা হয় আজ,
কবিতার বিকিকিনি নেই
           আজ কোন হাটে;
আমার কবিতা পড়ে --
         তুমিও পরো না সেই সম্মোহনী সাজ;
কবিতার নানা দানা কনা গুলি -
       তাই আজ -
বিলাই মাঠে - ঘাটে।।

No comments: