Saturday, August 4, 2012

মনের দুরু-দুরু-১

মনের ভিতর দুরু,
    করবো আবার শুরু...?
আর কি হবে গুরু...?
জীবন মরু মরু...

সময় গেল সবই
  সাধন হলো না তো ---
সাধন হবে না যে -
সে তো -
আগেই জানা যেত!!
...
জানা গেলেই বা - কি ...?
জেনেও কতো লোকে ---
থেমে কি আর থাকে...?
.....
.....
মরণটাকেও যারা মরণ ভাবে না যে --
এমন লোকের দেখা মিলবে মাঝে মাঝে ?

No comments: