Saturday, August 4, 2012

ঠাকুর, তোমাকে প্রণাম

(by Fokhruz Zaman on Sunday, May 8, 2011 at 11:36pm from my FB Account...)

অনেক ঘুরে ঘুরে,
থেকে দূরে দূরে---

হঠাৎ থেমে দেখি-

চখা-চখির মতন,
জীবন-যাপন সুরে,
ঠাকুর,
তুমিও দেখি, আছো--
আমার,
সত্ত্বা-টুকু জুড়ে।

No comments: