Sunday, August 5, 2012

বসন্ত বরণ - ১

(১২ই ফেব্রুয়ারী, ২০১১; ৩০শে মাঘ, ১৪১৭ :: রাত ১০:৩০ মি:)

ওএমএসের খোলা ট্রাকের সস্তা চাল কেনার লম্বা লাইনে -
ভোর থেকে দাঁড়ানো দরিদ্র মেয়েটির পরনেও আজ লালপেড়ে হলুদ শাড়ী -
যথাসাধ্য প্রসাধনী ও সুন্দর সাজ।
গার্মেন্টসের কষ্ট-কন্টকিত অগণিত গ্রাম্য তরুণীরা দ্রুতপায়ে চলা
হরিণীর দলের মত কাজে যাচ্ছে আজ -
হলুদ, সোনালী, লাল, সবুজের রঙের বন্যায়।
ধনিক, বণিক তরুণী ও বয়েসী নারীগণ -
ধনাঢ্য হলুদ সোনালী নানা বিচিত্র সাজে এই দিনকে করছেন বরণ!
গাঁদা, গোলাপ, রজনীগন্ধা, ম্যাগনোলিয়া আরও নানা সব ফুলে ফুলে
চারিদিকে নানা রঙের বাহার।
মৃদু মুকুলিত আম, কাঁঠাল ও নানা ফলের কুঁড়ির
মিষ্টি মদির গন্ধে প্রকৃতি মাতোয়ারা আজ - মাতাল হাওয়ায়।

বসন্ত ঋতুরাজ - কী প্রবল এসেছো - আজ!
ক্ষুদ্র কবি কালাহারি - তোমাকে আজ কুর্ণিশ করি।।

No comments: