Sunday, August 5, 2012

টা-টা-টা -- সোনাটা-১ (Ta-Ta-Ta--Sonata-1)

(৮ই জুলাই, ২০১০)


পুরোটা। কথাটা। বলাটা।
                    কতোটা?
কিছুটা।মাথাটা। অতটা। শতোটা।
                     ব্যথাটা?
মুখটা। ঘামটা। গলাটা। কাশিটা।
                      ক্ষাণিকটা?
এদিকটা। ওদিকটা। গুতোটা। মুতোটা।
                      কিছুটা?
... ...

ফাটে তো - বুকটা। ফোটে না - মুখটা।
কি-করে -- শুরুটা? হলো-কি -- কিছুটা?
গেলো-তো -- ভাবটা! পেলো-কি -- আব্টা?
হলো-কি -- প্রেমটা? এলো-কি -- হেমটা?
উঁচিয়ে -- ঘোমটা! হবে-কি -- ক্ষ্যামটা?
না-চেয়ে -- মনটা! নেবে-কি -- দেহটা?
না-ক্রমে -- শুরুটা! না-কমে -- দুরুটা!

... ...
... ...

একটা। দুইটা। তিনটা। টা-টা-টা। ... শতোটা।
                                           অতোটা?
রূপটা। রসটা। রংটা। ঋতুটা।
শতোটা। মনটা। টা-টা-টা। সোনাটা।।

No comments: