(১৮ই জুলাই, ২০১২)
বারিষ, বারিষ, বারিষ - আমাকে কেন ভাই এমন করে মারিস ?
কেন কেবলই নিয়ে যাস কালিদাসের কালে...?
যেখানে বিরহী যক্ষ বসে শুধু প্রিয়ামিলনের সন্তাপ তোলে...
...
কত কত শত শত খুঁটিনাটি লিখে চলে তার প্রিয়তমার, আর যাপিত সব মিলিত মূহূর্তের...
...
কেন সেই সব জন্মান্তরের স্মৃতি নিয়ে আসিস ভাই -- মেঘের কণা বৃষ্টি, বারিষ, চোখের ছলছল...?
...
তুই কি তবে সেই মেঘদূতেদের জল, কবি কালিদাসের অমর বেদনার ফলাফল...?
বারিষ, বারিষ, বারিষ - আমাকে কেন ভাই এমন করে মারিস ?
কেন কেবলই নিয়ে যাস কালিদাসের কালে...?
যেখানে বিরহী যক্ষ বসে শুধু প্রিয়ামিলনের সন্তাপ তোলে...
...
কত কত শত শত খুঁটিনাটি লিখে চলে তার প্রিয়তমার, আর যাপিত সব মিলিত মূহূর্তের...
...
কেন সেই সব জন্মান্তরের স্মৃতি নিয়ে আসিস ভাই -- মেঘের কণা বৃষ্টি, বারিষ, চোখের ছলছল...?
...
তুই কি তবে সেই মেঘদূতেদের জল, কবি কালিদাসের অমর বেদনার ফলাফল...?
No comments:
Post a Comment