এই ডিজিটাল যোগাযোগের যুগে বিদ্যুতবেগে মাঝে মাঝেই তোমাকে চাই।
যেন তোমার কোন কাজ থাকতে নেই।
যেন আমি চাইলেই এক লহমায় তুমি এসে হাজির হবে অধুনাতম ফাইবারের ভিতর দিয়ে।
কিংবা বেতার তরঙ্গ বেয়ে বেয়ে।
এই 'আমি' - 'আমি' আর সর্বত্র 'আমি'-র কালে তোমাকে আলাদা রাখবার জায়গা কোথায়, বলো?
তাইতো পুরে রাখি নিজের মাঝে!
কিন্তু তুমিও তো কেবলই "ব্যস্ত" স্ট্যাটাস দিয়ে রেখে - দিব্যি গায়েব হয়ে থাকো!
যেন আমাকে তোমার আর কোন প্রয়োজন নেই।
যেন আমি এক অনাবশ্যক আর বিরক্তিকর বস্তুতে পরিণত - তোমার কাছে!
আসলেও কি তাই?
আমিতো মনে মনে ভাবি - তুমি বিরলে আমাকে নিশ্চয় ভাবো।
হয়তো সাড়া দাও না ধরা পড়বার ভয়ে!
হয়তো আমার ধৈর্য্য আর একাগ্রতায় পরীক্ষা নিচ্ছো অহরহ নিরুত্তর থেকে!!
আর কোন সত্য জেনে কাজ নাই --
আমার ওয়ান-ওয়ে-চাওয়ারা তীব্র বেগে ধেয়ে -
একদিন তোমার চাওয়াদেরও নিয়ে আসবে আমার দিকে --
মনে মনে একেই সত্য বলে পাই।।
No comments:
Post a Comment