Saturday, August 4, 2012

আত্মহননের পথ…১

(by Fokhruz Zaman on Sunday, February 19, 2012 at 11:14am · from my FB Notes...)


পথটা কি চেনা চেনা মনে হয়?
আবছায়া, হালকা শীতে ভরা ছমছমে পথ।
ভিনসেন্ট, প্লাথ, কাদম্বরী আরও বহু বহু “ব্যর্থ” মানুষের পথ…
যে যায়, বুঝি সে-ই শুধু জানে---
জীবনের যতি কখন নিয়ত: টানে---
প্রবল আবাহনে।

বিশ্বাস হারানোর হাহাকার, নিয়ত: অবিশ্বাসের বিষ,
ছদ্মবেশী অমানুষের দারুণ প্রতাপ, হিসেবের চতুর চালে পদে পদে পরাজয়।
পথটা কি চেনা চেনা মনে হয়?

হতাশা, একাকিত্ব, দীর্ঘশ্বাস---
লোকসান, অর্থাভাব, দেনার-দায়, দায়িত্বের কঠিন জোয়াল---
আশার খড়কুটো কেবলই দূরতর হয়---
অনেকটাই কি মিলে মিলে যায়?

যে যায়, বুঝি সে-ই শুধু জানে, পরাজিত জীবনের গ্লানি কতখানে।।

No comments: