তুমিই কি অভিলাষো আমাকে -
হে উত্তর-উত্তর সময় ...?
মহাজীবনের পথে কোন এক বিন্দুর মত কোণে -
কখনো কি ঠাঁই দিবে আমাকে ...?
.....
এই চির-চিন্তায় কতো যে সময় কেটে গেল....!
অথচ এমন কোন অর্জন নেই যে দাবী করবো তোমার অভিলাষ...!!
....
.....
হে মহাজীবন! আমাকে তুমি চাও বা না-চাও --
তোমাকে আমি চেয়ে যাবো আজীবন....!
পরমাত্মা কৃষ্ণের জীবাত্মা রাধার মতন...!!
No comments:
Post a Comment