দ্বন্দ্ব - ধন্দ - ১
(ঢাকা, ৭ আষাঢ়, ১৪১৮; ১৮ রজব, ১৪৩২; ২১ জুন, ২০১১)
এতো তথ্য – এতো উপাত্ত –
কোনটি মিথ্যা - কোনটি সত্য ?
কোনটি সোজা - কোনটি গোঁজা - কোনটি দিলেন নাসির
হোজা ?
কোনটি বড় - কোনটি ছোট - কোনটি নিয়ে ঘটো-মটো ?
কোনটি চলে - কোনটি বলে - কোনটি লেখা দারুন ছলে ?
কোনটি ডানে - কোনটি বামে - কোনটি হলে মিছিল নামে ?
এতো তথ্য – এতো উপাত্ত –
কোনটি মিথ্যা - কোনটি সত্য ?
এতো বুদ্ধি - এতো জীবি - এতো এতো বুদ্ধিজীবি!
এতো বিশেষ - এতো অজ্ঞ - এতো এতো বিশেষজ্ঞ!
এতো গোঁ-গোঁ –- এতো এষণা - এতো এতো গবেষণা!
যুক্তি আসে - যুক্তি নাশে - মফিজেরা তাকাই ত্রাসে!
কোনটি ছোঁব - কোনটি নেবো - কোন দিকে যে রাস্তা
পাবো!
এতো তথ্য – এতো উপাত্ত –
কোনটি মিথ্যা - কোনটি সত্য ?
No comments:
Post a Comment