(৮ই জুলাই, ২০১০ এবং ৫ই আগষ্ট, ২০১২)
কবিতা লেখার ছলে আসলে পৌঁছাতে চাই তোমার কাছেই।
কবিতা হলো কি হলো না - এই দন্ড শোনার চেয়ে -
তোমার গন্ডগুলোর লালচে আভায় বিভোর হয়ে যাই।
সব রাজ্যপাট ছেড়ে বনবাসী রাজা দুষ্মন্ত সুন্দর শকুন্তলার সাধনায়।
অথচ কোন রাজ্যপাট আমার নেই, তোমাকেও সর্বদা
শকুন্তলা রূপে দেখি না।
তবুও বারবার কবিতার ছলে ছুটে যাই তোমার কাছে। কতো-শতো
না-বলা কথাগুলো বাঙ্ময় হয়ে ওঠে নানা কবিতায়। আবার
কতো-অযুত-লক্ষ-নিযুত-কোটি কথারা হারায় অন্যদেশে, তোমাকে
উদ্দেশ্য করে শুরু করার আগেই।
... ...
কে তবে উদ্দেশ্য আমার ? তুমি ? নাকি কবিতা আমার?
... ...
লেখা শুরু হতেই কেমন হাঁসফাঁস লাগে। পথ রুদ্ধ
হয়ে আসে। ঠিক যা যা বলতে চেয়েছি - তা যেন
আর বলা হয়ে ওঠে না। স্মৃতিরা প্রতারণা করে।
শব্দেরা শামুক হয়ে যায়। আবার কখনো
কবিতা যেন অন্য প্রাণ পেয়ে যায়। সে যেন তার
কথা বলে যায়। আর আমি নির্বাক চেয়ে দেখি।
......
এইতো এখন -
কবিতা এসে ছলে-বলে-কৌশলে কি লিখিয়ে গেল!
অথবা এইসব শব্দমালায় -
আদৌ কি কোন কবিতা হলো ?
আদৌ কি কোন দোলা খেলো তোমার মন ?
কবিতা লেখার ছলে আসলে পৌঁছাতে চাই তোমার কাছেই।
কবিতা হলো কি হলো না - এই দন্ড শোনার চেয়ে -
তোমার গন্ডগুলোর লালচে আভায় বিভোর হয়ে যাই।
সব রাজ্যপাট ছেড়ে বনবাসী রাজা দুষ্মন্ত সুন্দর শকুন্তলার সাধনায়।
অথচ কোন রাজ্যপাট আমার নেই, তোমাকেও সর্বদা
শকুন্তলা রূপে দেখি না।
তবুও বারবার কবিতার ছলে ছুটে যাই তোমার কাছে। কতো-শতো
না-বলা কথাগুলো বাঙ্ময় হয়ে ওঠে নানা কবিতায়। আবার
কতো-অযুত-লক্ষ-নিযুত-কোটি কথারা হারায় অন্যদেশে, তোমাকে
উদ্দেশ্য করে শুরু করার আগেই।
... ...
কে তবে উদ্দেশ্য আমার ? তুমি ? নাকি কবিতা আমার?
... ...
লেখা শুরু হতেই কেমন হাঁসফাঁস লাগে। পথ রুদ্ধ
হয়ে আসে। ঠিক যা যা বলতে চেয়েছি - তা যেন
আর বলা হয়ে ওঠে না। স্মৃতিরা প্রতারণা করে।
শব্দেরা শামুক হয়ে যায়। আবার কখনো
কবিতা যেন অন্য প্রাণ পেয়ে যায়। সে যেন তার
কথা বলে যায়। আর আমি নির্বাক চেয়ে দেখি।
......
এইতো এখন -
কবিতা এসে ছলে-বলে-কৌশলে কি লিখিয়ে গেল!
অথবা এইসব শব্দমালায় -
আদৌ কি কোন কবিতা হলো ?
আদৌ কি কোন দোলা খেলো তোমার মন ?
No comments:
Post a Comment