(...by Fokhruz Zaman on Monday, June 25, 2012 at 9:21am · .. from my FB Notes)
হে ভৈরবী প্রিয় স্বপ্নব্রতী,
তোমার চিঠিতে আমি ফিরে যাই –
সেই প্রায় তিরিশ বছর আগের লেখালেখির অধরা অমরাবতীর কাছে।
সময়ের নির্যাস থেকে মৌলিক কোন ভাষা-প্রকরণ আয়ত্বে বুঝি এখনো এলো না আমার।
এই হতাশায় দীর্ঘকাল যতি টেনে টেনে মাঝে মধ্যে মৃদু চেষ্টা সরস্বতীর আরাধনার।
কিন্তু কাব্যলক্ষী সহজে তুষ্ট হয় না এই মাঝে-সাঁঝে মৃদু-মন্দ-চেষ্টা-সমীরণে…
অন্তহীন অন্তর-বিহীন কঠোর চেষ্টা চাই অন্তরের শুদ্ধতম অংশের---
তবেই না দেবী হবেন তুষ্ট, অমরত্বের বর দেবেন কাব্য অমরাবতীর ঘরে।
কিন্তু বলো স্বপ্নব্রতী, এই ডিজিটাল-ফেসবুকের যুগে কি করে শুধু এক দেবীর সাধনায় নিবিষ্ট রাখি মন ?
যখন লক্ষী এসে কড়া নাড়েন দরজায়, যখন প্রায় অনায়াসে বহু দেব-দেবী লাভের ডিজিটাল-ডিজায়ারে ---
আঁকুপাঁকু করে পাগল মন আমার!
“নিনাইয়ার শতেক নাও” প্রবচনে প্রলুদ্ধ হয়ে ঘুরি বুঝি লক্ষ-কোটি বাসনার ঘোরে।
কিন্তু আয়ত্বে আসে না কোন নির্দিষ্ট উপাসনা।
নানাবিধ উপাচারে, উপবাসে পরবাসে ঘরহীন বরহীন –
শুধুই পথে বেপথে ঘুরে ফিরে চলা, শুধু চলে চলে যাওয়া।
No comments:
Post a Comment