(হে মহাজীবন - মাত্র ৫০০ বছর 'আয়ু' চাই ! - ১ :: ৬ই জুলাই, ২০১২ :: সকাল ১০টা)
তোমাকে আমি কতো বেশী অভিলাষী - হে মহাজীবন!
তুমি কি তার কিছুমাত্র অভিলাষো আমাকে ?
ভগবান বুদ্ধকে প্রায় পাঁচ হাজার বছর মঞ্জুর
করেছো এ যাবৎ। আমার মঞ্জুরি কি তার এক
দশমাংশ হবে?
আরো কত কত শত শত শ্রমে
মিলবে সেই কাঙ্খিত মজুরি আমার ?
আরো কত নিদ্রাহীন রাত ? বিপন্ন জীবন ? নি:সম্বল
নি:সঙ্গ সময়ের ধারাপাত ?
... ... ...
... ... ...
আমি তো তুড়ি মেরে অনায়াসে সব পার্থিব
সম্পদ জলাঞ্জলি দিতে পারি - তোমার প্রবল নিশ্চিত
আবাহনে! কিন্তু খুঁতখুঁতে বিষয়ী অবিশ্বাসী মনে
কি করে নিশ্চিত হই - বলো হে মহাজীবন ??
তোমাকে আমি কতো বেশী অভিলাষী - হে মহাজীবন!
তুমি কি তার কিছুমাত্র অভিলাষো আমাকে ?
ভগবান বুদ্ধকে প্রায় পাঁচ হাজার বছর মঞ্জুর
করেছো এ যাবৎ। আমার মঞ্জুরি কি তার এক
দশমাংশ হবে?
আরো কত কত শত শত শ্রমে
মিলবে সেই কাঙ্খিত মজুরি আমার ?
আরো কত নিদ্রাহীন রাত ? বিপন্ন জীবন ? নি:সম্বল
নি:সঙ্গ সময়ের ধারাপাত ?
... ... ...
... ... ...
আমি তো তুড়ি মেরে অনায়াসে সব পার্থিব
সম্পদ জলাঞ্জলি দিতে পারি - তোমার প্রবল নিশ্চিত
আবাহনে! কিন্তু খুঁতখুঁতে বিষয়ী অবিশ্বাসী মনে
কি করে নিশ্চিত হই - বলো হে মহাজীবন ??
No comments:
Post a Comment