Saturday, August 4, 2012

মেয়েটি - ১

(by Fokhruz Zaman on Tuesday, September 20, 2011 at 8:49pm from my FB account)


মেয়েটি মোটামুটি - দেখতে মোটার দিকেই,
ছেলেটি বসেছিল একই সাথে খেতে - সামনেই।
পাত পেতে বসে, পাতে বেড়ে দিতে - দুজনেই,
জোরাজুরি করে বিপ্রতীপ দিকে - দুজনার।

নতুন চেনার কথা-কথা মালা, বুনে চলে দুই জনে মিলে,
নতুন দেখার আবেশী দুই-জোড়া চোখ, দুই জনে চেখে নিতে চায়।
ছেলেটি কথা বলে যেন একমনে - মেয়েটির দিকে স্থির চেয়ে থেকে --
কয় ভাই-বোন, কয়টা স্বজন, কে থাকে কোথায়, কাজের ধরন----।
মেয়েটি শোনে যেন বহুমনে - আলতো আঙ্গুলে চুল ঠিক করে, চিবুক হাতে চারদিকে চায়--
চোখ বড় রেখে হেসে হেসে যায়, চারপাশে যেন তার মোহন বিলায়---।

কি যেন এক কষ্টের কথায়, মেয়েটি এক গভীর তাকায়----
ঝংকৃত সুর অপরূপ হয় --
যেন এক কন্যা-সুন্দর মায়াবী আলোয়,
মোটামুটি মেয়েটি অপরূপ হয় - এক লহমায়।।

No comments: