Friday, August 17, 2012

হায় - মধুসূদনের পন্ডিতগণ - ১

(ঢাকা, ৭ই আগষ্ট, ২০১২)

আপনারা কোথায় আছেন বাবারা -
    মাইকেল মধুসূদনের ভাষাবিশারদ পন্ডিতেরা ?
আমি তো আঁতিপাতি করে খুঁজি আপনাদের!
আমারও তো বোধ হয় হাতে খুব অল্প সময় -
যা কিছু লেখার, যা কিছু জানানোর, যা কিছু করার;
তাড়াতাড়ি করে যেতে হয় --
                              বাবা মহাশয়!

তবে কোন গুণ নেই মাইকেলের মত!
শুধু অতি যত্নে লালন করে যাচ্ছি,
মধু-কবি-সম-তীব্র-বাসনা-মম!
এবং বেখেয়ালী বেপথু জীবন,
আর প্রায় নিত্য অনটন!

সম অন্তরালে আমিও,
পাঁচ পাঁচটি কাব্য লিখে যেতে চাই;
আপনাদের পাঁচ পাঁচজন পন্ডিতের,
                        নিরলস সহযোগিতায়!
এ যুগের পাঠক,
খাবে কি খাবে না;
তা পরে দেখা যাবে!
যুগের ভাষা নির্মাণ,
হলো কি হলো না;
তাতো দেখবেনই, আপনারা,
ভাষা বিশারদ পন্ডিতেরা!

আমি শুধু,
'কুন' বলে, জানাবো, ইচছা;
শক্তিমান বিধাতার মতো!
আর 'ফায়া-কুন' হবে তা,
আপনাদের অবিনাশী শব্দমালায়!
জ্বলজ্বল করে তারা, তারা রূপে,
স্থান করে নেবে;
ভাষা, সাহিত্য, কবিতার মহাকাশে,
যুগ যুগ ধরে!

আমি নই,
আপনারাই অমর হবেন;
হে অসাধারন ভাষাবিশারদ,
মাইকেলের প্রাজ্ঞ পন্ডিতগণ!!


No comments: