(by Fokhruz Zaman on Thursday, September 22, 2011 at 4:24pm · )
মেয়েটি বোকার হদ্দ, মেয়েটি জানে না –-
এখন ---
যে-যার জীবন যাপনে ব্যস্ত, কারো কথা --
কেউ তো শোনে না।
হঠাৎ পৃথিবী কেঁপে ওঠে, ভয়ার্ত সবাই –
ত্রস্ত, দ্রুত পায়ে পালাই – পালাই।
কি হবে প্রসূতিকে দেখে, যখন প্রলয় নেমে আসে?
মৃত্যূর সংকেতে জন্মের কি বা প্রয়োজন?
কি হবে চিকিৎসার প্রতিজ্ঞায়, কি হবে হিপোক্রিটাসে?
বোকা-শোকা নার্স মেয়ে, তুই পড়ে থাক্!
নামী-দামী ডাক্তার, নিজেদের অমূল্য জীবন বাঁচাক!
প্রতিটা জীবন অমূল্য, কে বলেছে তোকে ?
প্রতিদিন মূল্যহীন, এই দেশে মরে কত লোকে!
তবু ভূমিকম্পও যেন হার মেনে নিল, মেয়েটির কাছে--
প্রসূতি রক্ষার প্রতিজ্ঞায়, সে থেকে গেল পিছে।
আর তাতে ---
বোকা-গাধা মেয়েটির মনে হলো সেটাই স্বাভাবিক --
যা করেছে সে!
আর আমিও কেমন গাধাস্য-গাধা, দেখো –-
কেবল অবিরল –
মেয়েটির বীরত্ব-গাঁথা পড়ে, ফেলে চলি –
আমার মূল্যহীন চোখের জল।।
No comments:
Post a Comment