Saturday, August 4, 2012

রাজকুমার – শতবর্ষী হও তুমি

(...by Fokhruz Zaman on Friday, March 9, 2012 at 9:55am · from my FB Notes...)



রাজকুমার – শতবর্ষী হও তুমি
কালাহারি
ঢাকা, ১৪ই মার্চ, ২০১২

তোমাকে দেখেই ভালো লেগে গেলো আমার, হে চুপচাপ শিশু - রাজকুমার।
ঘরবাড়ি ছেড়ে, আলুথালু চুলদাড়ি বেড়ে বল্কল মুনির অবয়ব আমার,
আর তুমি বুঝি হেসেখেলে চলে যাও রাজ-মৃগয়ায়।

আজ কতযুগ পর কতশত-সহস্র মুহূর্তের স্মৃতি-কাতরতায় আমার দুচোখ ভিজে ভিজে যায়।

সেই সেই সব সব দিনের উথাল পাথাল স্মৃতি –
ভয়াল মিলিটারী জান্তার জন্তু-ব্যবহার, ক্যাম্পাসে দিপালীর লাশ,
সেলিম-দেলোয়ারের পুলিশ-ট্রাক-চাপা পিষ্ট দেহের অবশেষ।
স্বাধীন এই দেশে অবিরাম ছাত্র হত্যার মিশনে নামে আমাদেরই মিলিটারী, পুলিশ।

তবু জীবনে বসন্ত আসে, কারও চোখে চোখ রেখে ভাসি বুঝি আশার মোহন ভেলায়।
সেইসব উথাল পাথাল দিনের মাতাল মাতাল স্মৃতি –
নতুন তারুণ্যের উন্মাতাল সেই সেই দিন,
সেই যে অনুপ জালোটার সজল ভজন, পঙ্কজ উদাসের উদাত্ত গজলের আবাহন।
বসন্তের উদ্ভ্রান্ত বাতাসে "পাগল হইয়া ঘুরি বনে বনে – "
আর – "যাহা চাই, তাহা পাই না"।
পাওয়া - না পাওয়ার ঘোরে ঘোরে কেটে যায় প্রায় সমস্ত জীবন।

আজ যেন কতযুগ পর আশার বিদ্যূত ঝলকানি চমকায় দুই চোখে –
তোমার শান্ত নির্লিপ্ত চোখে দেখি আমাদের উজ্জ্বল আগামীর আভাস।

হয় এই গ্রহে কিংবা দূরের কোন তারা থেকে –
থাকি বা না থাকি - তবু আশীর্বাদ করি –
শুভ হোক এই জন্মদিন তোমার।
কালজয়ী, দিগ্বিজয়ী হও,
আর সুস্থ সবল সুন্দর হয়ে বেঁচে থাকো শত বছর, হে রাজকুমার।

No comments: