Friday, July 12, 2013

জড় জীবন - ২ (Still Life - 2)

 জড় জীবন - ২ (Still Life - 2)

নদী, পাহাড়, সাগর, অরণ্য;
বেঁচে আছি বুঝি তোদেরই জন্য!
রাধা ও গোপীনীর রূপ-লাবণ্য,
কবি যে কৃষ্ণ, আমি তো ধন্য!
শব্দ বাঁশিতেই কাটে তারুণ্য,
শিখিনি কিছুই, শিখিনি অন্য!
ধন-কে সেরাম করিনি গণ্য!
মান-কে ছুঁড়েছি, রয়েছি শুন্য!
......
......
......
ডুবে বুঝি সব, সকলই অন্য!
লুটেরা সমাজ, ধরা কি ঘৃণ্য?
ক্লিষ্ট রাষ্ট্র, জনতা খিন্ন!
শাসক পৃথক, শোষক অভিন্ন!
দেহটা নিথর, মাথাটা ছিন্ন!
রাজা হবার নীতিটা ঘৃণ্য!!
......
......
......
হ'তে যদি পেতাম সরল ও বন্য!
মিটতো কি সাধ? হ'বো কি ধন্য...?!!

No comments: