Friday, July 12, 2013

পরাজয় - ১ (Defeat - 1)

 পরাজয় - ১ (Defeat - 1)

একটি ফুল নীরবে ঝরে গেলে -
পৃথিবীর কিছুই যায় আসে না!
লক্ষ-কোটি ফুল ঝরলেও আজকাল -
তেমন কিছু যায় আসে না - কারো!
এমনকি এই ধরো - নীরব কবিরাও -
চলে গেলে বা গুম হয়ে গেলে -
তুমি বসে বারান্দার চেয়ারে -
কামিনী কিংবা হাসনাহেনার মদির গন্ধে -
রোজকার মতোই কাটাবে সময়!
কে আসে - কে যায় -
কার এতো খোঁজ রাখবার -
আছেটা সময়?
নিশ্চিন্ত সংসারে সং হয়ে -
নিশ্চিন্ত আহারে, দুপুরের গাঢ় ভাত ঘুমে -
কিংবা রুটিন সঙ্গমে পারঙ্গম তোমাকে -
কে-ই বা পারে আর কোন নাড়া দিতে?

No comments: