Thursday, July 25, 2013

নি:সঙ্গ দ্রোহী - ১

নি:সঙ্গ দ্রোহী - ১

ধিকি ধিকি দ্রোহের ধূপে কখন -
জ্বলে যে আগুন!
বিনা বারিষে শাওনও যে -
দহনে দহনে হয় রিক্ত ফাগুন!
কে পারে রাখতে শেষে -
ভালোবেসে আশাহীন -
যুগল যাপনের যৌথ অভিলাষ?
নিষ্কাম নিষ্কাম মনে,
কামহীন পূত-পবিত্র জীবনে -
সরস সরোবরে কেলি করে কি -
অমৃতের অধরা সেই রাজহাঁস? ...

No comments: