Friday, July 26, 2013

কালাহারি - হিয়েরোস-গ্যামোস - ১

কালাহারি - হিয়েরোস-গ্যামোস - ১
(৩রা মার্চ, ২০১০)

মরুতাপে নেতানো শুকানো আর বড় পিপাসার্ত এই কবি কালাহারি,
বাস্তবিক জটিল কুটিল কত হিসেবের খেলা:
কে কাকে দেয়, চুপিসারে কে-ই বা কত নিয়ে নেয়,
কোথায় কত ব্যবসার মার-প্যাঁচ, কত সামাজিকতার মেকীপনা ----
বোঝে না, বোঝে না, বোঝে না -- কিছুতেই বোঝে না, এই আধা-গাধা কবি কালাহারি।

অথবা কি এমন - বুঝেও না বোঝার ভান করে এই জন ?
বলেও না বলার ভান?
চেয়েও না চাওয়ার ভান?
ছুঁয়েও না ছোঁয়ার ভান?
অভিমান, অভিমান, অভিমান?
কার পরে? কার তরে? কোন অধিকারে?
অধিকার, অধিকার, অধিকার।
বড় তীব্র, বড় বেশী সুতীব্র এই চিৎকার।
কি আমার অধিকার তোমার ওপর? অথবা বিপ্রতীপে?

কোন অধিকারহীন গান্ধর্বমিলনে, রাজী কি তুমি সুলোচনা মেয়ে?
রাজী কি, নিখাদ শব্দেরও অধিক শরীরের খাদে খাদে, মিশে যেতে?
যামিনীতে? যমুনায়? জঙ্গমে? সঙ্গমে?

কি হবে এই সব বলে ক'য়ে?
কি হবে কেনগুলির উত্তর দিয়ে?
কি হবে অর্গল খুলে, কথার সব জল, কলকল করে ঢেলে দিয়ে, তোমার উপর?
প্লাবিত হবে তুমি? ভাবিত হবে তুমি? নমিত হবো আমি শুদ্ধ প্রার্থনায়?

No comments: