Friday, July 26, 2013

সোজাসুজি রবীন্দ্র-প্রণয়ের পরে - ১

সোজাসুজি রবীন্দ্র-প্রণয়ের পরে - ১

(বিশ্বকবি র.ঠা.)
"বাসন্তী রঙ বসনখানি নেশার মত চক্ষে ধরে,
তোমার গাঁথা যূঁথীর মালা স্তুতির মত বক্ষে পড়ে!
একটু দেয়া একটু রাখা, একটু প্রকাশ একটু ঢাকা,
একটু হাসি একটু স্মরণ, দুজনের এই বোঝাবুঝি,
তোমার আমার এই যে প্রণয় নিতান্তই সোজাসুজি!"

(কবি (?) কা.)
সোজাসুজি নিত্য প্রণয় - বাঁধন-হারা মুক্ত স্বাধীন
যেন হয, যেন খুব হয় -
অন্তরের আকাঙ্খিত চির-যমুনায়!
কবে পাবো সেই রাধিকারে ---?
কিংবা আকারে প্রকারে নানা গোপিনীরে...??

(কবি অ.ই.)
"বুঝি না কোন আকার প্রকার
রাধিকার বিরহভার
গোপিনী হতেও রাজী আছি
কৃষ্ণ যদি বাজায় বাঁশি
অসীম কোন অবোধ কথা
স্বাধীন হয়ে যায় কি বোঝা?
দুটি প্রাণের কাহিনী টা, বন্ধন ছাড়া হয় না মোটেই
তোমার আমার এই যে প্রণয় কি করে তবে সোজাসুজি...???"

(কবি (?) কা.)
যুক্ত প্রাণের মুক্ত উৎসারে ...
বন্ধনহীন গুপ্ত অভিসারে ...
চিরায়ত রাধা চলে চিরদিন ...!
কালের কৃষ্ণ এসে সতৃষ্ণ ...
বাজায়ে বাঁশি হয় বিলীন...!!!
রাধা খুঁজে মরে...শত গোপিনীরে লয়ে...
হায় রে মরণ! রাধিকারমণ কোথায় থাকে চুরি ক'রে...!!!
 
... (চলবে...???)


No comments: