আত্মজা ছায়া - ১
তোরে কেন এতো ভাবি?
এতো কেন গাই তোর একপেশে গীত?
তুই কষ্মিনকালেও খবর না নিলেও ...
আমি কেন হই উন্মন উচাটন ...
তোর কথা ভেবে ভেবে সারাদিন সারাক্ষণ ...??
কত ঋতু আসে যায় ...
কত রঙ রূপ বদলায় ...!
তবু কেন মনে পড়ে তোরে ...
কিবা গ্রীষ্ম, কিবা বর্ষা, কিবা শীত ...??
তুই কি জানিস মনে ...
তোরই বিন্দু আবাহনে ...
তোরই দূরন্ত চোখে মুখে ...
আমি দেখি আমার কালান্ত অতীত...???
তোরে কেন এতো ভাবি?
এতো কেন গাই তোর একপেশে গীত?
তুই কষ্মিনকালেও খবর না নিলেও ...
আমি কেন হই উন্মন উচাটন ...
তোর কথা ভেবে ভেবে সারাদিন সারাক্ষণ ...??
কত ঋতু আসে যায় ...
কত রঙ রূপ বদলায় ...!
তবু কেন মনে পড়ে তোরে ...
কিবা গ্রীষ্ম, কিবা বর্ষা, কিবা শীত ...??
তুই কি জানিস মনে ...
তোরই বিন্দু আবাহনে ...
তোরই দূরন্ত চোখে মুখে ...
আমি দেখি আমার কালান্ত অতীত...???
No comments:
Post a Comment