ঘোর মাৎস্য-ন্যায় - ১
হায়রে বেসম্ভব কলিকাল,
ঘোর আন্ধার চাইরদিক -
বেবাকের চোখে-মুখে
দেখি কাল-রাইতের-আন্ধার !
শীতলক্ষ্যা ভাইসা ওঠে লখিন্দরের লাশে লাশে -
ধিক্ তোরে, জননী, জন্মভূমি!
যে তোরে 'শোয়াইতে' পারে -
সে-ই বুঝি 'সোয়ামী' তোমার !!
হায়রে বেসম্ভব কলিকাল,
ঘোর আন্ধার চাইরদিক -
বেবাকের চোখে-মুখে
দেখি কাল-রাইতের-আন্ধার !
শীতলক্ষ্যা ভাইসা ওঠে লখিন্দরের লাশে লাশে -
ধিক্ তোরে, জননী, জন্মভূমি!
যে তোরে 'শোয়াইতে' পারে -
সে-ই বুঝি 'সোয়ামী' তোমার !!
No comments:
Post a Comment