"রূপ লাগি আঁখি ঝুরে গুণে মন ভোর,
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।
হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে,
পরাণ- পিরীতি লাগি থির নাহি বান্ধে।"
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর।
হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে,
পরাণ- পিরীতি লাগি থির নাহি বান্ধে।"
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর-
প্রতিরাত ভেবে ভেবে এক একটি ভোর
আসে! একটি অঙ্গ বিহঙ্গ হয়ে ভাসে-
আকুলি বিকুলি করে সারাটা সময়!
আর কেবলই যেতে চায়, কাছে তোর!
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর!
(৪ঠা নভেম্বর, ২০১৩)
প্রতিরাত ভেবে ভেবে এক একটি ভোর
আসে! একটি অঙ্গ বিহঙ্গ হয়ে ভাসে-
আকুলি বিকুলি করে সারাটা সময়!
আর কেবলই যেতে চায়, কাছে তোর!
প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর!
(৪ঠা নভেম্বর, ২০১৩)
No comments:
Post a Comment