অহং ও ঈর্ষা - ১
-------------------
হায়রে অহং!
হায়রে ঈর্ষায় কাতর মন!
তুই কতো কিছু করবি ভেবে ভেবে
কিন্তু কিছুই আজতক না করে -
অন্য কারো কতো কিছু করা দেখে-
ঈর্ষা আর হতাশায় কাটিয়ে দিলি বুঝি-
এই নিরর্থক শূন্য জীবন!!
(৬ই ডিসেম্বর, ২০১৪)
-------------------
হায়রে অহং!
হায়রে ঈর্ষায় কাতর মন!
তুই কতো কিছু করবি ভেবে ভেবে
কিন্তু কিছুই আজতক না করে -
অন্য কারো কতো কিছু করা দেখে-
ঈর্ষা আর হতাশায় কাটিয়ে দিলি বুঝি-
এই নিরর্থক শূন্য জীবন!!
(৬ই ডিসেম্বর, ২০১৪)
No comments:
Post a Comment