Wednesday, December 10, 2014

'এক', 'দুই', ... আর তুই ! - ১

'এক', 'দুই', ... আর তুই ! - ১ 
----------------------------------- 
'এক'-এর সঙ্গে 'এক' মিশে যায়, 
'দুই'-এর সঙ্গে 'দুই'; 
সঙ্গে থাকার কথা দিয়ে - রাখলি না তো তুই! 

'তিন'-এর মধ্যে 'তিন' ঢুকে যায়,
'চার'-এর মধ্যে 'চার'; 
জীবন-বাজী খেলতে গিয়ে - 
খাচ্ছি শুধু মা'র! 

'পাঁচ'-এর পাশে 'পাঁচ' বসে যায়, 
'ছয়'-এর পাশে 'ছয়'; 
তোর সঙ্গে আবার কথা - 
এই জীবনে নয়! 

'সাত'-এর সুরে 'সাত' উড়ে যায়, 
'আট'-এর সুরে 'আট'; 
হারিয়ে তোকে ঘুরছি আমি - 
শুধুই মাঠ আর ঘাট! 

'নয়'-এর নায়ে 'নয়' চড়ে যায়, 
'দশ'-এর দশায় 'দশ'; 
হারানো জীবন ছিলাম আমি - 
তোর কথাতেই বশ! 

No comments: